ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাত্র ৪৮ বছর বয়সেই থামল জীবনের পথচলা (Chandramouli Biswas)। নিজের বাড়িতে আত্মঘাতী রূপম ইসলামের প্রাক্তন সহকর্মী। ফসিলসের প্রাক্তন সদস্য (Fossils Ex Band Member) ছিলেন চন্দ্রমৌলি। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকেই উদ্ধার হল তাঁর ঝুলন্ত উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু শিল্পী কেন এমন কাণ্ড ঘটালেন? তার উত্তর অজানা। চন্দ্রমৌলির মৃত্যুতে ভেঙে পড়েছে সঙ্গীত দুনিয়া।
শিল্পী মহলে শোকের ছায়া (Chandramouli Biswas)
চন্দ্রমৌলি বিশ্বাস (Chandramouli Biswas) থাকতেন, মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটে। রবিবার সকাল থেকে তাঁর বন্ধু মহুল চক্রবর্তী বহুবার ফোন করেছিলেন। কিন্তু চন্দ্রমৌলি ফোন ধরেননি। ওই সময় নাকি বাড়িতে শিল্পীর বাবা মা ছিলেন না। বাড়ি একেবারেই ফাঁকা ছিল। ঠিক সেই সময় তিনি আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করা হচ্ছে। গিটারিস্ট হিসেবে চন্দ্রমৌলির যথেষ্ট নামডাক রয়েছে। রবিবার ওয়েলিন্টনের বাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হতে, গোটা শিল্পী মহলে শোকের ছায়া। চন্দ্রমৌলি ফসিলসের পাশাপাশি গোলক, জম্বি কেইজ কন্ট্রোলের মতো নামকরা ব্র্যান্ডের সদস্য ছিলেন।
একাধিকবার ফোনে পাওয়া যাচ্ছিল না (Chandramouli Biswas)
রবিবার সকাল থেকে যখন চন্দ্রমৌলিকে (Chandramouli Biswas) একাধিকবার ফোনে পাওয়া যাচ্ছিল না। তখনই মহুলের বেশ সন্দেহ হয়। তাঁর কথায়, “ওকে এতবার ফোন করার পরেও যখন তোলেনি, সেই সময়ই সন্দেহ হয়েছিল আমার। এরপর আমি আমাদের গ্রুপেরই আরও এক বন্ধুকে ফোন করি। তারপর ওর বাড়ি চলে আসি। তখনই ওকে মৃত অবস্থায় দেখতে পাই”। শিল্পীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর সোমবার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: Tiku Talsaniya: হৃদরোগে আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টিকু তালসানিয়া!
১৮ বছর ফসিলসের সদস্য
মাত্র ৪৮ বছর বয়সে এভাবে যে জীবনের পথ চলা থেকে যাবে, কেউ ভাবতেও পারেননি। ইঞ্জিনিয়ারিং পড়তেন। কিন্তু মিউজিক নিয়ে কেরিয়ার তৈরি করবেন বলে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছিলেন। চন্দ্রমৌলি ২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ টানা আঠারো বছর যুক্ত ছিলেন ফসিলসের সঙ্গে। প্রথমে গিটারিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী কালে বাজাতেন বেস গিটার। ২০১৮ সালের শারীরিক কিছু সমস্যার কারণে তিনি ফসিলস ছাড়েন। তিনি নিজের দল করেছিলেন। বর্তমানে তিনি সদস্য ছিলেন গোলকের।
আরও পড়ুন: Binodini Trailer Release: ২৩ জানুয়ারি মুক্তি পাবে বিনোদিনী! প্রকাশ্যে এল ট্রেলার
ফেসবুকের প্রোফাইল ছবি বদল
চন্দ্রমৌলির দলের এক সদস্যের বক্তব্য, নতুন করে দল হল। সদ্য শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। তার মধ্যে যে এরকম কাণ্ড ঘটবে, তা কেউই ভাবতে পারেনি। শুধু তাই নয়, রবিবার সকালেও চন্দ্রমৌলি তাঁর ফেসবুকের প্রোফাইল ছবি বদলেছিলেন। এখন প্রশ্ন, কি এমন ঘটল যে যার কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন? তদন্ত চলছে। এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পাশাপাশি এই প্রশ্নের উত্তর জানতে চায় চন্দ্রমৌলির অনুরাগীরাও। তবে এভাবে তাঁর চলে যাওয়া যেন সত্যি মেনে নেওয়া যাচ্ছে না, বলেই মনে করছে সঙ্গীত দুনিয়া।