Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। শনিবার ইডির বিশেষ আদালতে হাজির হয়ে তিনি আগাম জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাঁকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
জামিনের শর্ত (Chandranath Sinha)
বিচারক নির্দেশ দিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে আদালতে উপস্থিত থাকতে হবে মন্ত্রীকে(Chandranath Sinha)। ততদিন পর্যন্ত তাঁকে বোলপুরে অবস্থান করতে হবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি জেলার বাইরে যেতে পারবেন না।
ইডির দাবি ও আদালতের সিদ্ধান্ত(Chandranath Sinha)
শুনানিতে ইডি পক্ষ মন্ত্রীকে সাতদিনের হেফাজতে নেওয়ার আর্জি জানায়(Chandranath Sinha)। তাদের যুক্তি, চন্দ্রনাথ সিনহা প্রভাবশালী পদে রয়েছেন। তিনি বাইরে থাকলে তদন্তে প্রভাব ফেলতে পারেন। তবে আদালত সেই দাবি খারিজ করে জামিনের পক্ষে রায় দেন।

আরও পড়ুন : Samik JP Nadda Meeting :পাখির চোখ ২৬! জেপি নাড্ডার সঙ্গে জরুরি বৈঠক,দিল্লি গেলেন শমীক
চার্জশিট ও রাজভবনের অনুমোদন(Chandranath Sinha)
ইডি ইতিমধ্যেই আদালতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে(Chandranath Sinha)। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া ডায়েরিতে একশোরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রীর নাম। যদিও রাজভবন থেকে অনুমোদন সংক্রান্ত নথি বিলম্বে পৌঁছনোয় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে রাজ্যপালের অনুমোদন মেলায় চার্জশিট গ্রহণ করে আদালত।
তল্লাশি ও তলব
ইডির (ED) চার্জশিট গ্রহণ হওয়ার পর চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিকবার তাঁকে তলবও করা হয়েছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হাজিরা এড়ান। অবশেষে আদালতেই আত্মসমর্পণের পথ বেছে নিলেন তিনি।
আরও পড়ুন : SSC Exam : রবিবার এসএসসির নবম-দশমে নিয়োগের পরীক্ষা! মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানালেন চেয়ারম্যান
রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া
মন্ত্রী আদালতে আত্মসমর্পণ করলেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিরোধীরা দাবি তুলেছে, শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও প্রশাসন সচেতনভাবে সময়ক্ষেপণ করছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছে, তাই দল এ নিয়ে কোনও মন্তব্য করবে না।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার আত্মসমর্পণ ও জামিন মঞ্জুরি মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিল। আগামী ১৬ সেপ্টেম্বরের শুনানির দিকে এখন নজর রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।