Last Updated on July 9, 2025 by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেকারত্বের বিরুদ্ধে ডাকা বামেদের ধর্মঘট ঘিরে উত্তাল হয়ে উঠল যাদবপুরের গাঙ্গুলিবাগান। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বন্ধের প্রভাব (Trade Union Strike)। রেল ও বাস অবরোধ, পথ অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ—চিত্রটা ছিল রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে। বন্ধের প্রভাব পড়ল শহরেও। উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুরের গাঙ্গুলিবাগান মোড়।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত সৃজন ভট্টাচার্য (Trade Union Strike)
এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে সকালে যাদবপুর থেকে একটি মিছিল শুরু হয়। মিছিল গাঙ্গুলিবাগান মোড়ে পৌঁছনোর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালানোর চেষ্টা করেন। তৎক্ষণাৎ পুলিশ তাঁদের বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি, যা মুহূর্তেই ধস্তাধস্তিতে পরিণত হয়।
সেখানেই আহত হন সৃজন ভট্টাচার্য। তাঁর হাতে আঘাত লাগে, জামা ছিঁড়ে যায় বলে অভিযোগ ওঠে। তাঁকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। ঘটনাস্থল থেকেই আটক করা হয় সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বাম সমর্থককে।
পরিস্থিতি সামাল দিতে পৌঁছান ডিসি এসএসডি (Trade Union Strike)
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একাধিক মহিলা বাম সমর্থকও। অভিযোগ, ধস্তাধস্তির সময় তাঁদের সঙ্গে অভব্য আচরণ করা হয়। এক বামপন্থী মহিলা অসুস্থ হয়ে পড়েন ঘটনাস্থলেই (Trade Union Strike)। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান ডিসি এসএসডি বিদিশা কলিতা। এরপরেই পুলিশ সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বাম নেতাকর্মীকে আটক করে।
গাঙ্গুলিবাগান, লেকটাউন, যাদবপুরে বন্ধের প্রভাব (Trade Union Strike)
শুধু গাঙ্গুলিবাগান নয়, ধর্মঘটের প্রভাব পড়ে লেকটাউন ও যাদবপুর এলাকাতেও। যাদবপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ধর্মঘটকারীরা। লেকটাউনে রাস্তায় বসে পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। বিভিন্ন এলাকায় বাস আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
পুলিশি হস্তক্ষেপ সত্ত্বেও হাল ছাড়তে নারাজ বাম নেতারা (Trade Union Strike)। আটক হওয়ার আগে সৃজন ভট্টাচার্য স্পষ্ট জানান, “মিছিল হবেই। তৃণমূল ও বিজেপি জোট করে যতই বাধা দিক, আমাদের লড়াই চলবে।”