ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩০ মার্চ হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জমিতে তেলঙ্গানা রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কয়েকজন শিক্ষার্থী বুলডোজারের উপরে উঠেছিল (Hyderabad University)। পরিকল্পনার বিরুদ্ধে পরিবেশগত উদ্বেগ প্রকাশ করা বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছিল।
পুলিশ-ছাত্র সংঘর্ষে উত্তাল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় (Hyderabad University)
৩০ মার্চ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তেলেঙ্গানা সরকারের ৪০০ একর জমি পুনর্নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে (Hyderabad University)। এই ঘটনায় বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (BRS) পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর জোরজবরদস্তির অভিযোগ তোলে। BRS দাবি করেছে, ছাত্রীদের চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে। জানা গিয়েছে ছাত্ররা অভিযোগ করেছে, সেই এলাকায় বুলডোজার ও মাটি কাটার যন্ত্র নিয়ে আসা হয়েছে। পুলিশ অনেক ছাত্রকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
কেন এই প্রতিবাদ? (Hyderabad University)
তেলেঙ্গানা সরকার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ওই জমিতে আইটি পার্ক গড়ার পরিকল্পনা করেছে (Hyderabad University)। সরকার জমিটি নিলামে তোলার প্রস্তাব দিয়েছে। তবে, পরিবেশগত ক্ষতির আশঙ্কা করে একাংশ ছাত্র এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে রাতের অন্ধকারে বুলডোজার এলাকা ঢুকতে দেখা গিয়েছে।
সরকারের ব্যাখ্যা
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, ওই জমি বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন নয়। সরকারের দাবি, এই প্রকল্প রাজ্যে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।
আরও পড়ুন: Smoking in Plane: প্লেনে বসেই ধূম্রপান, গ্রেফতার এক বাঙালী!
BRS-এর অভিযোগ
BRS সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেন, “ছাত্রীদের চুল ধরে টেনে নেওয়া হয়েছে, মেয়েরা কাঁদছিল কারণ তাদের পোশাক ছিঁড়ে গিয়েছে।” BRS আরও অভিযোগ করেছে, পুলিশ ২০০-র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে। BRS কংগ্রেসকে নিশানা করে বলেছে, “এটা ভালোবাসার দোকান নয়, এটা বিশ্বাসঘাতকতার বাজার।” দলটির দাবি, কংগ্রেস নিজের সাংবিধানিক অবস্থানের বিরোধিতা করছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের প্রতিক্রিয়া
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৫৩ জন ছাত্রকে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন দাবি করেছে, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তারা পুলিশের “অত্যাচারের” বিরুদ্ধে সরব হয়েছে।
আরও পড়ুন: Roommate Murder Case: রান্না করা নিয়ে বচসা! দেশি মদের সঙ্গে বিলেতি মদ মিশিয়ে খাইয়ে রুমমেটকে খুন
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কী বললেন?
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই আন্দোলনকে বাইরের শক্তির প্ররোচনা বলে দাবি করেছেন। তিনি বলেছেন, “এই জমি ১৯৭৪ সাল থেকে সরকারের সম্পত্তি, বিশ্ববিদ্যালয়ের নয়। এটি হায়দরাবাদের আইটি হাবের অংশ।”