ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ২০২৫ সালের উত্তরাখণ্ডের চারধাম যাত্রা (Char Dham Yatra 2025) শুরু হতে চলেছে ৩০ শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন। এবার পুণ্যার্থীদের নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছে রাজ্য প্রশাসন। শুধু তাই নয়, চারধাম দর্শনে বেশ কিছু নিষেধাজ্ঞারও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মন্দির চত্বরে ভিডিও রিল, ব্লগার ও ইউটিউবারদের আধিক্য নিয়ে গত বছরেই অসন্তোষ প্রকাশ করেছিল বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (Char Dham Yatra 2025)। এবার প্রশাসন ও মন্দির কমিটি এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
‘রিল’ বানানো নিষিদ্ধ (Char Dham Yatra 2025)
চারধাম যাত্রার মধ্যে পড়ে কেদারনাথ (Kedarnath), বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী (Char Dham Yatra 2025)। এই চারধাম যাত্রাতে এবার থেকে মন্দিরের ভেতরে আর কোন ছবি, ভিডিয়ো বা রিল বানানো যাবে না। মন্দির কমিটি সূত্রে জানানো হয়েছে, মন্দির পরিসরের ৩০ মিটারের মধ্যে কোনও মোবাইল, ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ।যদি কেউ সেটা করে তাহলে তাঁকে দর্শন ছাড়াই ফেরত আসতে হবে। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ভিডিয়ো রিল বা ভ্লগ করেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।শুধু তাই নয়, এ বার থেকে টাকার বিনিময়ে ভিআইপি দর্শনও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ভক্ত আসেন এই যাত্রায়।মন্দির কমিটি সূত্রে জানানো হয়েছে, গত বছর ভিডিও, রিল বানানো এবং ভ্লগারদের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তবে এ বার অনেক বেশি সতর্ক বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি এবং রাজ্য প্রশাসন।
আরও পড়ুন : UP Children Murder: ৪ সন্তানকে গলা কেটে খুন, আত্মঘাতী বাবা
২০২৫ -এর চারধাম যাত্রায় ৯ লক্ষ পুণ্যার্থী (Char Dham Yatra 2025)
২০২৫ এর চারধাম যাত্রার (Char Dham Yatra 2025) জন্য প্রায় ৯ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, চারধাম যাত্রা শুরু হওয়ার পর প্রথমে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের দরজা খুলবে। পরে ২ মে কেদারনাথ ধামের দরজা খোলা হবে, এবং সবশেষে ৪ মে ভক্তদের জন্য বদ্রীনাথ ধামের দরজা উন্মুক্ত হবে।
আরও পড়ুন : Bihar Hospital Incident: সরকারি হাসপাতালে মৃত শিশু বেঁচে উঠল বেসরকারি হাসপাতালে
পুণ্যার্থীর জন্য কড়া নিরাপত্তা
ভ্রমণটি ১০ কিলোমিটার অন্তর ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগে ৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে, আবহাওয়া খারাপ হলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১০টি স্থানে হোল্ডিং পয়েন্ট তৈরি করা হয়েছে। সেগুলি হল হরিদ্বার, হৃষীকেশ, ব্যাসী, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ, হরবটপুর, বিকাশনগর, বড়কোট এবং ভটওয়াড়ী। এই জায়গাগুলিতে খাবার, পানীয় , রাতে থাকার ব্যবস্থা, শৌচালয় এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।