ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝে আর মাত্র কয়েকটা দিন (Chhaava) বাকি। ভালোবাসা দিবসে অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত ‘ছাবা’ (Chhaava) । ছবির সাফল্য কামনায় ভিকি এবং রশ্মিকা সোমবার চলে গেলেন সোজা স্বর্ণ মন্দিরে।
ভিকির স্মরণীয় অভিজ্ঞতা (Chhaava)
অভিনেতা ভিকি ইনস্টাগ্রামে স্বর্ণ মন্দিরের বেশ (Chhaava) কয়েকটি ছবি পোস্ট করেছেন। এছাড়াও তিনি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন, হরমন্দির সাহিবে প্রার্থনা করার এক স্মরণীয় অভিজ্ঞতা। লিখেছেন, এই স্থানের অসাধারণত্ব নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এটি শান্তি, প্রার্থনা, আধ্যাত্মিকতা এবং শক্তির উৎস। যখন তাঁরা ‘ছাবা’ গোটা বিশ্বের কাছে নিয়ে আসছেন, তখন আশা করছেন, এই পবিত্র স্থানের শক্তি এবং ভক্তির সামান্য অংশ প্রতিফলিত হবে ‘ছাবা’ ছবিতে।
ভাইরাল ভিডিও (Chhaava)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া (Chhaava) ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, অভিনেত্রী রশ্মিকা বসে আছেন হুইল চেয়ারে। মন্দিরে যাওয়ার সময় ভিকি তাঁর পাশে হাঁটছেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশের সময় ভিকিকে অভিনেত্রীকে সাহায্য করতেও দেখা গিয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, দুজনে হাত জোড় করে রয়েছেন।
আরও পড়ুন: Pratul Mukhopadhyay: সংজ্ঞাহীন ‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়, ভর্তি এসএসকেএমে
চ্যালেঞ্জিং ছবি
আসন্ন ছবির সাফল্য কামনায় এভাবেই মন্দিরে মন্দিরে ঈশ্বরের আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে ভিকিকে। গত সপ্তাহে গিয়েছিলেন শ্রীকৃষ্ণেশ্বর মন্দিরে সেখানে গিয়ে শিবের আরাধনা করেছেন। এই ছবির জন্য কলাকুশলীদের কম পরিশ্রম করতে হয়নি। এর আগেও ভিকি বলেছিলেন, একটি বায়োপিকের পিছনে শুধুমাত্র একজন অভিনেতা নন, পুরো দলের পরিশ্রম থাকে। বিশাল বাজেটের পাশাপাশি সেট তৈরি করতেও প্রচুর ভাবনা চিন্তা দরকার। তাছাড়া ঐতিহাসিক বিষয় নিয়ে কাজ করা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তাঁরা যতটা সম্ভব চেষ্টা করেছেন, বাস্তবসম্মত করার। এই ছবিতে ভিকিকে দেখবেন ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে। যিনি পরিচিত ছিলেন শম্ভুরাজে নামে। ইনি মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর জ্যেষ্ঠ পুত্র। এটি মূলত একটি পিরিয়ড ড্রামা। যেখানে দেখতে পাবেন সাহসী মারাঠা শাসকের রাজত্ব। ছবিটির পরিচালনা করেছেন লক্ষণ উতেকর।

রশ্মিকার আক্ষেপ
এখন ছবি প্রচারে ব্যস্ত ছবির টিম। কিছুদিন আগেই পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। যার কারণে ছবি প্রচারের ক্ষেত্রে ভিকির সাথে সর্বক্ষেত্রে সামিল হতে পারছেন না। ভিকিকে প্রচারের সঙ্গ দিতে না পারার জন্য, কিছুটা আক্ষেপ আছে রয়ে গিয়েছে। সম্প্রতি কলকাতা এসেছিলেন ভিকি কৌশল। কিন্তু অভিনেত্রী আসতে পারেননি। যদিও ভিকি একাই মাতিয়ে দিয়েছেন গোটা কলকাতাকে। চড়েছেন হলুদ থেকেই। ছবির প্রচার করেছেন খাঁটি বাংলায়।
