ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওড়িশায় এক ঘটনা নিয়ে তুমুল (Child Birth) সমালোচনার ঝড় বইছে। ভক্তচরণ দাস, ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, বলেন, “ওড়িশায় একজন উপজাতীয় সম্প্রদায়ের ছাত্রী যে দশম শ্রেণীতে পড়ে, সে হোস্টেলে থাকত।”
ঘটে অদ্ভুত ঘটনা! (Child Birth)
তিনি বলেন, “আজ তার সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটে (Child Birth)। সেই ছাত্রীটি পরীক্ষায় বসতে গিয়ে একটি সন্তানের জন্ম দেয়। এটি রাজ্য ও প্রশাসনের জন্য একটি লজ্জার বিষয়।”
গর্ভনরের হাতেই সব
তাঁর দাবি, “প্রশাসনের কর্মকর্তারা প্রতি মাসে আসেন, স্কুলের শিশুদের সাথে কথা বলেন। এটি তাদের দায়িত্ব, উপজাতীয় শিশুদের স্কুল পরিদর্শন করা। উপজাতীয় স্কুল ও সম্প্রদায়ের অধিকার গর্ভনরের হাতে রয়েছে। তাই গর্ভনরের উচিত উপজাতীয় শিশুদের যত্নের বিষয়ে পর্যালোচনা করা। একটি মনিটরিং সিস্টেম রয়েছে।”
আরও পড়ুন: Mamata Banerjee: ভোটার তালিকায় কারচুপি, প্রমাণও আছে: মমতা
ঘটনার তীব্র নিন্দা
“বিধানসভায় একটি এসসি-এসটি কমিটি রয়েছে, যাদের স্কুল পরিদর্শন করা উচিত। জেপি সরকারের সময়, যখন একজন উপজাতীয় সম্প্রদায়ের মহিলা সভাপতি এবং একজন উপজাতীয় আমাদের মুখ্যমন্ত্রী, তখন আমরা উপজাতীয় শিশুদের প্রতি এই ধরনের অবহেলার তীব্র নিন্দা করছি।”
