ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখনকার জেনারেশন সব থেকে বেশি ভোগে একাকিত্বের(Child Loneliness) সমস্যায়। তবে জানেন কি বড়দের মতো শিশুরাও ভোগে একাকিত্বে। শিশু জন্মানোর পর থেকে মায়েরা বেশিরভাগ সময়টাই তাদের সঙ্গে কাটান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের ব্যস্ততাও বাড়তে থাকে। বিশেষ করে চাকুরীজীবী হলে মেটারনিটি লিভ শেষে মায়েদের কাজে যোগ দেওয়ার পর শিশুর মধ্যে একাকিত্ব বাড়তে থাকে। নতুন মায়ের পক্ষে সবসময় এই সমস্যা বুঝতে পারা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি শিশুর মধ্যে কয়েকটি বিশেষ লক্ষণ দেখতে পান তা হলে বুঝে যাবেন আপনার শিশু ভুগছে একাকিত্বে। এমন সময় আপনাকে হতে হবে সতর্ক। জেনে নিন এই লক্ষণ গুলো কী কী হতে পারে।
কোন বয়সের শিশুরা বেশি ভোগে একাকিত্বে? (Child Loneliness)
বিশেষজ্ঞরা বলছেন, মোটিমুটি ৭ মাসের প্রথম দিক থেকেই শিশুর মধ্যে একাকিত্বের(Child Loneliness) নানা লক্ষণ দেখা দিতে থাকে। ৯ মাস বয়স থেকে সেই সমস্যা গুরুতর হতে শুরু করে। আর ১০ থেকে ১৮ মাসের মধ্যে অবস্থা পৌঁছতে পারে চরম পর্যায়ে। সাধারণত ২ বছর বয়সের মধ্যেই শিশু বিচ্ছেদ উদ্বেগে ভুগতে থাকে বলে জানা যাচ্ছে।
বাবা-মায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা (Child Loneliness)
শিশু যদি বাবা-মায়ের সঙ্গে স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে খেলতে চায় বা তাঁদের আঁকড়ে ধরতে চায় তা হলে বুঝবেন সে একা থাকতে(Child Loneliness) থাকতে ক্লান্ত হয়ে পড়েছে। শিশু যদি তার বিভিন্ন আচরণের মাধ্যমে বাবা-মায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, তা হলেও সচেতনতা প্রয়োজন।

আরও পড়ুন:Dog Ticks Prevention: পোষ্যের গায়ে ছোট ছোট পোকা? সংক্রমণ আটকাবেন কীভাবে?
বেশি কান্নাকাটি করলে
অন্যান্য শিশুদের থেকে আপনার সন্তান বেশি কান্নাকাটি করলে বা ঘন ঘন কাঁদলে সজাগ হোন(Child Loneliness)। পেট ভর্তি কিংবা শারীরিকভাবে সুস্থ থাকার পরেও যদি শিশু কান্নাকাটি চালিয়ে যায় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ন্যানি কিংবা বাবা-মা ঘর থেকে বের হয়ে গেলেই যদি শিশু কান্নাকাটি শুরু করে, তাঁকে আঁকড়ে ধরার চেষ্টা করে বা রাত জেগে কান্নাকাটি করে, তা হলে বুঝবেন সে একা থাকতে চাইছে না।
ঘুমের সমস্যা
একাকিত্বে ভুগতে থাকা শিশুর ঘুমের সমস্যা দেখা দিতে পারে। কিংবা বাবা-মাকে ছাড়া সে ঘুমোতে নাও চাইতে পারে। অবশ্য এইসব লক্ষণ শুধু মানসিক নয়, শিশুর শারীরিক অসুস্থতা থেকেও হতে পারে। তাই না জেনে কোনও পদক্ষেপ নেওয়ার চাইতে, শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া বেশি বিচক্ষণতার পরিচয়।
আরও পড়ুন:Usage Of Ghee: কেবল গরম ভাতে নয়, আর কোন কাজে ব্যবহার করতে পারেন ঘি?
লাজুক আচরণ
অপরিচিতদের দেখে শিশু যদি উত্তেজিত হয়ে পড়ে, কিংবা নিয়মিত যাঁদের সে দেখছে তাঁদের দেখে লাজুক আচরণ করে তা হলেও তা শিশুর একাকিত্বের লক্ষণ হতে পারে। সবার থেকে দূরে থাকতে বেশি পছন্দ করে, বেশি লোকজন পছন্দ করেনা। এমন সময় আপনার উচিত বাচ্চার সাথে বেশি সময় কাটানো।