Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিনকে ‘প্রধান প্রতিপক্ষ’ এবং পাকিস্তানকে ‘নিরাপত্তা সমস্যা’র অন্যতম সহায়ক হিসেবে দেখে ভারত(India)। মার্কিন প্রতিরক্ষা দফতরের গোয়েন্দা সংস্থার ২০২৫ সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। অন্যদিকে, ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য ‘হুমকি’ বলে মনে করে পাকিস্তান। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা নীতির উপর আলোকপাত করে, যা বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদর্শন, চিনের মোকাবিলা এবং নয়াদিল্লির সামরিক শক্তি বৃদ্ধির উপর কেন্দ্রীভূত।
পাকিস্তান গৌণ নিরাপত্তা সমস্যা (India)
মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারত চিনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে এবং পাকিস্তানকে গৌণ নিরাপত্তা সমস্যা হিসেবে পরিচালনা করে, যদিও মে মাসের মাঝামাঝি সময়ে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে হামলা হয়েছে(India)।’ ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘২০২৫ সালের এপ্রিলের শেষে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার পর নয়াদিল্লি পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুলিতে মিসাইল হামলা চালায়।এই হামলা ৭ থেকে ১০ মে পর্যন্ত উভয় সামরিক বাহিনীর মধ্যে মিসাইল, ড্রোন, লোইটারিং মিউনিশন এবং ভারী কামানের গোলাবর্ষণের একাধিক রাউন্ডকে উসকে দেয়। ১০ মে পর্যন্ত উভয় সামরিক বাহিনী সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়।’

ভারতের প্রধান প্রতিপক্ষ চিন (India)
ভারত-চিন সীমান্ত বিরোধের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে উভয় দেশ পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দুটি অবশিষ্ট ঘর্ষণ বিন্দু থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত হয়েছিল(India)। এই প্রত্যাহার দীর্ঘদিনের সীমানা সংক্রান্ত বিরোধ সমাধান করেনি, তবে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে অব্যাহত উত্তেজনা কিছুটা হ্রাস করেছে।ভারত তার ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে এবং সরবরাহ শৃঙ্খলার উদ্বেগ মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারত ২০২৪ সালে তার সামরিক আধুনিকীকরণ অব্যাহত রেখেছে, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন অগ্নি-১ প্রাইম মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং অগ্নি-৫ মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল (এমআইআরভি) পরীক্ষা করেছে এবং দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কমিশন করেছে, যা তার পারমাণবিক ত্রয়ী এবং প্রতিপক্ষদের প্রতিরোধ করার ক্ষমতা শক্তিশালী করেছে।’

আরও পড়ুন- Harvard University: মিথ্যাচার করছে হাভার্ড! বিদেশি পড়ুয়াদের তথ্য চাইলেন ট্রাম্প
ভারত-রাশিয়া সম্পর্ক (India)
ভারত-রাশিয়া সম্পর্কের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০২৫ সাল পর্যন্ত রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক বজায় রাখবে, কারণ এটি অর্থনৈতিক ও প্রতিরক্ষা উদ্দেশ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ এবং রাশিয়া-চিন সম্পর্কের গভীরতার বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য হিসেবে কাজ করে(India)।প্রতিবেদনে বলা হয়েছে, ‘মোদীর অধীনে ভারত রাশিয়াতে তৈরি সামরিক সরঞ্জাম ক্রয় কমিয়েছে, কিন্তু চিন ও পাকিস্তান থেকে উপলব্ধ হুমকির বিরুদ্ধে তার সামরিক ক্ষমতার মেরুদণ্ড গঠনকারী রাশিয়ান উৎসের ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের বিশাল তালিকা বজায় রাখতে রাশিয়ান যন্ত্রাংশের উপর নির্ভর করে।’

আরও পড়ুন- Russian drone attack: বন্দি বিনিময়ের মধ্যে ইউক্রেন ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২
পাকিস্তান-চিন করিডর (India)
প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তানের ডব্লিউএমডি প্রোগ্রামকে সমর্থনকারী বিদেশী উপকরণ ও প্রযুক্তি সম্ভবত প্রাথমিকভাবে চিনের সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়, এবং কখনও কখনও হংকং, সিঙ্গাপুর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পাচার করা হয়(India)।তবে, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে কর্মরত চিনা কর্মীদের উপর সন্ত্রাসী হামলা দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে; ২০২৪ সালে পাকিস্তানে সাতজন চিনা নাগরিক নিহত হয়েছেন।’পাকিস্তান-ইরান সম্পর্কের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৪ সালের জানুয়ারিতে সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার জবাবে দুই দেশ একে অপরের ভূখণ্ডে একতরফা বিমান হামলা চালানোর পর পাকিস্তান এবং ইরান উচ্চ-পর্যায়ের বৈঠক সহ উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নিয়েছে।’