ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিন তিব্বতে ব্রহ্মপুত্র (China Mega Dam) নদীর উপর মেগা-ড্যাম নির্মাণের কাজ শুরু করায় উদ্বেগ বেড়েছে ভারতের। নদীটির উপর তৈরি হতে চলা এই বিশাল বাঁধ নিয়ে গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক মহলে চর্চা চলছিল। অবশেষে গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু করে বেজিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রিমিয়ার লি কোয়াং।
মানবিক বিপর্যয়ের আশঙ্কা (China Mega Dam)
ব্রহ্মপুত্র, যা চিনে ‘ইয়ারলুং সাঙ্গপো’ নামে পরিচিত, তার গতিপথ (China Mega Dam) ভারত ও বাংলাদেশ হয়ে প্রবাহিত। ফলে এই নদীর গতিপথে বড় ধরনের হস্তক্ষেপ ভারত ও বাংলাদেশের জন্য মারাত্মক পরিবেশগত ও মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, এই বাঁধ থেকে যদি হঠাৎ জল ছাড়া হয়, তবে অরুণাচল প্রদেশ, অসম ও বাংলাদেশে হড়পা বান বা আকস্মিক প্লাবনের আশঙ্কা প্রবল।
জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি (China Mega Dam)
চিনের তরফে জানানো হয়েছে, ড্যামটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য (China Mega Dam) তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে ৫টি হাইড্রোপাওয়ার স্টেশন স্থাপন করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইয়ান বা ১৬৭ বিলিয়ন মার্কিন ডলার। চিনের দাবি, প্রকল্পটি তিব্বতের বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য প্রদেশেও বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে।

আরও পড়ুন: Astronomers CEO Resigns: সিইও-র সঙ্গে কর্মীর পরকীয়া, ধরা পড়তেই পদত্যাগ!
এই প্রকল্প নিয়ে আগেই উদ্বেগ
ভারত এই প্রকল্প নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল। জানুয়ারি মাসে বিদেশ মন্ত্রক চিনকে অনুরোধ করেছিল, তারা যেন এমন কোনও কাজ না করে যা ভারতের জলসংস্থান ও নদীতীরবর্তী রাজ্যগুলির জন্য ক্ষতিকর হয়। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুও এই বাঁধকে ‘জল বোমা’ বলে উল্লেখ করেছেন। চিন আশ্বস্ত করলেও, ভবিষ্যতে এই ড্যাম প্রকল্প দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।