ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তাইওয়ানের(China-Taiwan Conflict) দক্ষিণ উপকূলে অনেকটা যুদ্ধের আদলে সামরিক মহড়া শুরু করেছিল চীন। এর প্রতিক্রিয়ায় বুধবার নিজেদের জলসীমায় নৌ, বিমান ও সেনাবাহিনী পাঠিয়েছে তাইওয়ান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) চীনা সামরিক বাহিনীর ৩২টি যুদ্ধবিমান ও ১৪টি নৌযান কোন সতর্কতা ছাড়াই তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে মহড়া শুরু করে বলে জানা যায়।
মহড়ায় গুলি ব্যবহার (China-Taiwan Conflict)
তাইওয়ানের(China-Taiwan Conflict) প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এদিন সকাল থেকে হঠাৎই চীনা সামরিক বাহিনীর একের পর এক যুদ্ধবিমান ও রণতরী জড়ো হতে থাকে দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় ৪৬ মাইল দূরে। একপর্যায়ে কয়েকটি বিমান ঢুকে পরে দ্বীপটির আকাশসীমায়। মহড়ায় গুলি ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তাইপে।
সেনা ও নৌ বাহিনী মোতায়েন (China-Taiwan Conflict)
উপকূলে দ্রুত নিজেদের সেনা ও নৌ বাহিনী মোতায়েন করে দ্বীপটি(China-Taiwan Conflict)। পরিস্থিতি ‘পর্যবেক্ষণ ও সতর্কতা এবং যথাযথ পদক্ষেপ নিতে’ এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, ‘চীনের সেনাবাহিনী আমাদের না জানিয়ে কাওশিউং ও পিংতুং উপকূলের ৪০ নটিক্যাল মাইল দূরে একতরফাভাবে সামরিক মহড়া ঘোষণা করে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।

আরও পড়ুন: Donald Trump: গোল্ড কার্ডে মেধাবী ভারতীয় পড়ুয়াদের চাকরি দেবে আমেরিকা, জানালেন ট্রাম্প
নিন্দা জানিয়েছে তাইওয়ান
বেইজিংয়ের এমন পদক্ষেপ আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। তবে মহড়ার বিষয় নিয়ে মুখ খোলেনি চীন।