ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার (Chinese App) প্রশ্নে আর কোনওরকম ছাড় দিতে রাজি নয় কেন্দ্র। সেই মনোভাব আরও একবার স্পষ্ট হয়ে উঠল ‘অ্যাবলো’ (Ablo) নামের একটি চিনা নিয়ন্ত্রিত ভিডিয়ো চ্যাটিং অ্যাপকে কেন্দ্র সরকারের তরফে গুগল প্লে স্টোর থেকে সরানোর নির্দেশ দেওয়ার মধ্যে দিয়ে।
ভারতের বিকৃত মানচিত্র (Chinese App)
এই অ্যাপ ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছে ভারতের বিকৃত (Chinese App) মানচিত্র। অ্যাবলোর প্রদর্শিত মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেখানো হয়েছে। এমনকি লাক্ষাদ্বীপকেও বাদ দেওয়া হয়েছে ভারতের মানচিত্র থেকে। বিষয়টি সামনে আসতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় প্রশাসনিক এবং জনমহলে। কেন্দ্র এটিকে কোনও কারিগরি ত্রুটি হিসেবে না দেখে বরং ভারতের অখণ্ডতার বিরুদ্ধে একপ্রকার ষড়যন্ত্র হিসেবেই বিবেচনা করছে।
ভারতীয় সংবিধান ও আইনের পরিপন্থী (Chinese App)
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ পর্যালোচনার (Chinese App) পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। তদন্তে স্পষ্ট হয়, এই মানচিত্র ভারতীয় সংবিধান ও আইনের পরিপন্থী। এর পরই কেন্দ্র গুগলকে স্পষ্ট নির্দেশ দেয়, অবিলম্বে অ্যাবলো অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে দিতে হবে। অ্যাপল ইতিমধ্যেই তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাবলোকে নিষিদ্ধ করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও অ্যাপটি শীঘ্রই পুরোপুরি নিষিদ্ধ করা হবে।
রিয়েল টাইম ভাষান্তরের সুবিধা
অ্যাবলো অ্যাপটি তৈরি করেছে বেলজিয়ামের একটি সংস্থা, ম্যাসিভ মিডিয়া। কিন্তু বাস্তবে এটি নিয়ন্ত্রিত হয় চিনা প্রযুক্তি সংস্থা ম্যাচ গ্রুপ দ্বারা, যারা টিন্ডার ও ওকেকিউপিড-এর মতো জনপ্রিয় অ্যাপও চালায়। অ্যাবলো-র মূল আকর্ষণ ছিল রিয়েল টাইম ভাষান্তরের সুবিধা, যার মাধ্যমে বিশ্বজুড়ে নানা ভাষাভাষীর মধ্যে সহজে যোগাযোগ সম্ভব হতো।

কোনওভাবেই বরদাস্তযোগ্য নয়
ভারতে এই অ্যাপের ডাউনলোড সংখ্যা প্রায় ১০ হাজার হলেও এর সক্রিয় ব্যবহারকারী লক্ষাধিক। তাই কেন্দ্র মনে করছে, এমন একটি অ্যাপে ভারতের মানচিত্র বিকৃতভাবে দেখানো কোনওভাবেই বরদাস্তযোগ্য নয়। ভারত সরকার ১৯৯০ সালের ফৌজদারি আইন ও ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের আওতায় জানিয়ে দিয়েছে, ভারতের ভূখণ্ড বিকৃতভাবে উপস্থাপন আইনত দণ্ডনীয়। এর আগে ‘ওয়ার্ল্ড ম্যাপ কুইজ’ এবং ‘MA 2 সিমুলেটর’-এর মতো অ্যাপও একই কারণে নোটিশ পেয়েছিল।
আরও পড়ুন: Pakistani Beauty Product: ফরসা হওয়ার লোভই কাল, ভারতীয় বাজারে পাকিস্তানি বিষক্রিম!
এই পদক্ষেপের মাধ্যমে মোদি সরকার একথাই স্পষ্ট করে দিল যে, ডিজিটাল প্ল্যাটফর্মে ভারতের সার্বভৌমত্ব ও সীমান্ত নিয়ে কোনওরকম আপস করা হবে না। ভারতের ভূখণ্ডকে সম্মান জানানো না হলে, সেই সংস্থা বা অ্যাপের জায়গা ভারতের বাজারে নেই।