Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ নন (SSC Panel Cancel), এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা সুপ্রিম কোর্টেও জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। পরে সেখান থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। চাকরিহারাদের বিক্ষোভে তাঁকে প্রথম সারিতে দেখা গিয়েছে। সেই চিন্ময় মণ্ডলের নামই নেই এসএসসির দেওয়া ‘যোগ্য’ শিক্ষকদের তালিকায়! স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরিহারাদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত কয়েক দিনে বার বার উঠে এসেছেন খবরে। তারই নাম তালিকায় না থাকায় শুরু হয়েছে বিতর্ক।
‘তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে’ (SSC Panel Cancel)
নতুন করে ১৮০৩ জনকে বাদ দিয়ে মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। মঙ্গলবার রাত থেকে সেই তালিকা বিভিন্ন জেলার ডিআই দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকাতেই নিজের নাম খুঁজে পাননি চিন্ময় (SSC Panel Cancel)। জানিয়েছেন, নতুন এই তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে হচ্ছে। কারণ শুধু তিনি নন, ‘যোগ্য’ বলে যাঁরা নিজেদের দাবি করছেন, তাঁদের অনেকেরই নাম ওই তালিকায় নেই। বিষয়টি নিয়ে তাঁরা এসএসসির দৃষ্টি আকর্ষণ করতে চান বলে জানিয়েছেন চিন্ময়।
একাধিক বিষয়ে সমস্যা (SSC Panel Cancel)
নাম বাদ দিয়ে নতুন তালিকায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১৫,৪০৩। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই শিক্ষকেরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন। তাঁদের নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে হবে, যে নিয়োগপ্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ করতে বলেছে শীর্ষ আদালত। তাঁদের ওএমআর শিট বা উত্তরপত্র-সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানতে পেরেছে পর্ষদ। স্কুলে স্কুলে এই শিক্ষকদের তালিকা পৌঁছে যাওয়ার পর আন্দোলনকারীরাও তা দেখতে পেয়েছেন।
আরও পড়ুন: SSC Scam: এসএসসি বিতর্কে নতুন মোড়, ১৮০৩ জনকে বাদ দিয়ে রাজ্যের নতুন ‘যোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ!
‘মামলাকারী অনেকের নামই নেই’
চিন্ময় বুধবার বলেন, ‘‘যোগ্যদের তালিকায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। মামলাকারী অনেকের নামই নেই। আমার নামও নেই। সাধারণ ভাবে যাঁরা একটি স্কুলে চাকরি করতে করতে পরে অন্য স্কুলে বদলি নিয়েছেন, সেই তথ্য কমিশনের কাছে নেই। ওরা প্রথম স্কুলের কাছেই তালিকা পাঠিয়েছে। তবে আমার নাম প্রথম বা দ্বিতীয়, কোনও স্কুলের কাছেই আসেনি। এর কী কারণ, কী ব্যাখ্যা আমার জানা নেই। কী এমন ঘটল যে আমাদের নাম বাদ পড়ে গেল, বুঝে উঠতে পারছি না।’’