ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলার (Zee Bangla) ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Ami Je Tomar) ধারাবাহিকের বয়স কয়েক মাস। কিন্তু এর মধ্যেই দর্শকদের হৃদয়ে রীতিমত ঝড় তুলেছে আর্য-অপুর জুটি। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে দর্শক। অসমবয়সী প্রেমের এই গল্প ছোটপর্দায় বেশ নজর কেড়েছে। আগামী পর্বগুলোতে ঠিক কী হতে চলেছে? আর্য (Arya) এবং অপু (Apu) কি আরও কাছাকাছি আসবে? রইল আগামী এপিসোডের আপডেট।
প্রশংসিত জিতু-দিতিপ্রিয়া জুটি (Chirodini Ami Je Tomar)
একজন কোটিপতি, জীবনে সফল ভাবে প্রতিষ্ঠিত (Chirodini Ami Je Tomar)। বয়সও পেরিয়েছে প্রায় ৪০ বছর। অপরদিকে নায়িকা কলেজ ছাত্রী। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিলাসিতা নয়, আনন্দ খুঁজে পায় সাধারণ জীবন যাপনে । একদিকে আর্য, অপরদিকে অপর্ণা অর্থাৎ অপু। আর্যর ভূমিকায় অভিনয় করছেন জিতু কমল (Jeetu Kamal)। অপরদিকে অপুর ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এই প্রথম ছোট পর্দায় জিতু এবং দিতিপ্রিয়া জুটি বেঁধেছেন। এর আগে দু’জনেই ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন। আবার নতুন করে ধারাবাহিকে ফিরেছেন। দর্শক এই নতুন জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে।
অপু-আর্যর কলকাতা সফর (Chirodini Ami Je Tomar)
আগামী পর্বে দেখতে পাবেন, আর্যকে অটোতে করে এক্কেবারে নিজের স্টাইলে পার্টি দিতে নিয়ে গেল অপু (Chirodini Ami Je Tomar)। ভাঁড়ের চা থেকে ঝাল ফুচকা খাওয়া, অপুর কাছ থেকে আর্য শিখল অনেক কিছু। এছাড়াও অপু আর্যর প্রথম একসঙ্গে কলকাতা সফরে কী কী হল? তা দেখতে পাবেন আগামী পর্বে। আর্য অপুর চোখ দিয়ে দেখছে নতুন জীবন। কেমন লাগছে? সেই উত্তরও থাকবে আগামী পর্বে। রাস্তার ধারে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খেতে খেতে খোশ মেজাজে দেখা গেল দু’জনকে। শুধু তাই নয়, ভিক্টোরিয়ার সামনে খেল হাওয়াই মিঠাই।

আরও পড়ুন: Sikandar Naache Song: ‘সিকান্দার নাচে’! সালমান খানের নতুন গানে মাতোয়ারা ভক্তরা

অপুর জীবন যাপনে মুগ্ধ আর্য!
ধারাবাহিকের প্রথম থেকেই স্পষ্ট যে, আর্য অপুর প্রতি মুগ্ধ। তবে আর্যর মনে অপুর প্রতি যে আবেগ রয়েছে , সেটা ভালোবাসার না সহানুভূতির, তা এখনও স্পষ্ট হয়নি। তবে এটা ঠিক, আর্যর অপুর সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে। নিজের ব্যস্ত সময়ের মাঝে অপুকে সময় দিচ্ছে। অপুকে বোঝার চেষ্টা করছে। এত বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়েও, অপুর সাদামাটা জীবন যাপন আর্যকে ভীষণ ভাবে আকৃষ্ট করে। তাই তো অপুর মায়ের উপর কোনও কথাই বলতে পারে না আর্য। আর্যর পরিবারে কে কে আছে, তা জানা যায়নি। সম্প্রতি অপুর প্রশ্নে আর্য কিছুটা চুপ করেছিল। এক্ষেত্রেও রয়েছে বড় টুইস্ট।

আরও পড়ুন: Roopa Ganguly: রূপা গাঙ্গুলীর প্রথম পছন্দ রুক্মিণী! কোন কোন পয়েন্টে ফুল মার্কস দিলেন?
আর্যর অফিসে অপুর চাকরি
আর্য এবং অপুর মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, তা জানা কথা। এর আগে বেশ কয়েকটি প্রোমোতে স্পষ্ট হয়েছে। এছাড়াও সম্প্রতি দেখা গিয়েছে আর্যর অফিসে নতুন কাজে জয়েন করবে অপু। গল্পের মোড় এখন কোন দিকে যায়, সেটাই দেখার।