ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৫ মে ছিল চিত্রা সেনের (Chitra Sen Birthday) জন্মদিন। টলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রীর বয়স এখন প্রায় ৯০ এর দোরগোড়ায়। এবছর জন্মদিন উদযাপন করলেন পরিবারের সঙ্গে। উপস্থিত ছিলেন ছেলে বৌমা নাতি। কয়েক বছর আগেই দাপুটে শাশুড়ির চরিত্রে অভিনয় করে কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। এখন চিত্রা সেন কী করছেন?
দক্ষ নৃত্যশিল্পী (Chitra Sen Birthday)
চিত্রা সেন (Chitra Sen Birthday) শুধুমাত্র অভিনেত্রী নন, একজন দক্ষ নৃত্যশিল্পী। দূরদর্শনের সেই আদি যুগ থেকে সাম্প্রতিক সময়ে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। যদিও তুলনামূলক ভাবে বড় পর্দায় খুব কম দেখা গিয়েছে তাঁকে। তবে অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ঋত্বিক ঘটক থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষের ছবি। চিত্রা সেন অভিনয়ের জার্নি শুরু করেছিলেন নাট্যমঞ্চ থেকে।
মায়ের সাপোর্ট (Chitra Sen Birthday)
ছোটবেলা থেকেই অভিনেত্রী সংস্কৃতির পরিবেশে বড় হয়েছেন। মায়ের থেকে পেয়েছেন প্রচুর সাপোর্ট। অভিনেত্রী চিত্রা সেনের (Chitra Sen Birthday) ছোট ভাই ছিলেন বিখ্যাত তবলা বাদক। চিত্রার মা নিজের সন্তানদের সাথে পাড়ার ছেলেমেয়েদের একসঙ্গে করে নাচ গান নাটক শেখাতেন। পুজোর সময় পাড়ায় অনুষ্ঠান হত। তৎকালীন সময়ে জনপ্রিয় সিনেমা পত্রিকা ছিল ‘উল্টোরথ’। পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের নামজাদা তারকারা। সেখানে একটি অনুষ্ঠানে সখীর দলে নৃত্য পরিবেশন করেছিলেন চিত্রা। নৃত্য প্রদর্শন করেছিলেন শ্যামার ভূমিকায়। সেদিন অভিনেত্রী রীতিমত মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন। কিন্তু আক্ষেপের বিষয়ে, পরবর্তী কালে চিত্রা সেনকে সেভাবে নাচের রোলে দেখা যায়নি।
আরও পড়ুন: Kanchan Mullick Birthday: জন্মদিনে কাঞ্চনকে দুষ্টু বললেন শ্রীময়ী, মধ্যরাতে কী করলেন দু’জনে?
এখন কেমন আছেন অভিনেত্রী?
গত বছরের মে মাসের কথা। তখন বেশ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয় তাঁকে। এখন অভিনেত্রী সুস্থ আছেন। চিত্রা সেনের ছেলে কৌশিক সেন (Kaushik Sen), নাতি ঋদ্ধি (Riddhi Sen) প্রত্যেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত।
দাপুটে শাশুড়ি
অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘মেয়েবেলা’ ধারাবাহিকে। সেখানে তিনি শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে ‘শ্রীময়ী’তে যতটা দাপুটে ছিলেন, ততটা নয়। শ্রীময়ীতে শাশুড়ির ভূমিকায় অভিনয় করার জন্য নেট নাগরিকদের কাছ থেকে চিত্রা সেনকে কম কটুক্তি শুনতে হয়নি। যদিও এটাই অভিনেত্রীর সার্থকতা। ওই ধারাবাহিকে চিত্রা সেনের অভিনয় ছিল দুর্দান্ত।
আরও পড়ুন: Dui Shalik: তিতিক্ষার ছবি দেখে মন খারাপ অনুরাগীদের, কেন বন্ধ হল ‘দুই শালিক’ ?
বাড়িতে অভিনয়ের পরিবেশ
অভিনেত্রীর অভিনয়ের পরিবেশ বাড়িতেও। কাজ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা হয়। কোন জায়গাগুলো কেমন করলে ভালো হত ছেলেকে বলেন তিনি। বাড়িতে ছেলে নাতির কাজ নিয়ে দর্শক হিসেবে সমালোচনা করেন অভিনেত্রী। যাতে কাজটা আরও ভালো হয়। চিত্রা সেনের নতুন প্রজন্মের সাথে কাজ করতে একেবারেই অসুবিধা হয় না। কারণ নাটকে প্রচুর নতুন ছেলেমেয়ে আছে। অভিনেত্রী মনে করেন, কাজ করতে এসে ভিতটা আগে তৈরি করতে হবে। হোমওয়ার্ক করার পাশাপাশি চরিত্রের জন্য নিজেকে পরিবর্তন করার অভ্যাসটা বড্ড দরকার।