Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লাঞ্চের সময় ইনিংস ঘোষণা করার আগে উইয়ান মুল্ডার (Chris Gayle Blasts Wiaan Mulder) টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড তৈরি থেকে মাত্র ৩৪ রান দূরে ছিলেন।
রেকর্ড গড়ার পথে থেমে গেলেন উইয়ান মুল্ডার (Chris Gayle Blasts Wiaan Mulder)
দক্ষিণ আফ্রিকার অস্থায়ী অধিনায়ক উইয়ান মাল্ডার এক ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করলেন (Chris Gayle Blasts Wiaan Mulder)। দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪০০ রানের ইনিংস খেলার মতো সুযোগ পেয়েও সেটি না নিয়ে ইনিংস ঘোষণা করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে মাল্ডার দ্বিতীয় দিনের লাঞ্চের সময় ৩৬৭ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ছিল ৬২৬/৫। মাত্র ৩৪ রান দূরে ছিলেন ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্ব রেকর্ড থেকে। কিন্তু মুল্ডার সেই রেকর্ডের পেছনে না ছুটে ইনিংস ঘোষণা করে দেন।
‘লারার রেকর্ড থাকাটাই উচিত’ — মুল্ডারের ব্যাখ্যা (Chris Gayle Blasts Wiaan Mulder)
এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে মুল্ডার বলেন (Chris Gayle Blasts Wiaan Mulder), “জানি না ভবিষ্যতে আমার জন্য কী লেখা আছে। তবে ব্রায়ান লারার রেকর্ড থাকাটাই উচিত। উনি একজন কিংবদন্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ করেছিলেন — এমন একজনের রেকর্ড থাকাটা সত্যিই বিশেষ কিছু।”
‘প্যানিক করে ভুল করেছে মুল্ডার’ — গেইলের তীব্র সমালোচনা
তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল মুল্ডারের এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ। তার মতে, মুল্ডার ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, “আমার যদি ৪০০ করার সুযোগ আসত, আমি ৪০০ করতাম। এই সুযোগ খুব কমই আসে। আপনি জানেন না আবার কবে তিনশো বা তার বেশি করতে পারবেন। এমন সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে হয়।”
আরও পড়ুন: Green Lords Pitch: লর্ডসে কঠিন পিচ তৈরি করছে ইংল্যান্ড, চিন্তিত নন ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু
গেইল আরও বলেন, “সে খুব উদার হয়েছে, বলেছে লারার রেকর্ড থাকা উচিত। কিন্তু আমার মনে হয়, ও প্যানিক করেছে। কী করবে বুঝতে পারেনি। ভাই, আপনি যখন ৩৬৭ রানে আছেন, তখন তো রেকর্ডের জন্য চেষ্টা করতেই হবে। কিংবদন্তি হতে চাইলে রেকর্ডও পেতে হবে। এটাই নিয়ম।”
আরও পড়ুন: Gautam Gambhir Post-Match Act: ঐতিহাসিক এজবাস্টন জয়! গম্ভীরের মুখে হাসি, গিলের নেতৃত্বে নতুন নজির
“সে ভুল করেছে। হয়তো সে ৪০০ পার করতে পারত না, কিন্তু চেষ্টা তো করা উচিত ছিল। সে ৩৬৭ রানে ইনিংস ঘোষণা করেছে, এবং যেটুকু বলার ছিল বলেছে। কিন্তু টেস্টে ৪০০ রানের ইনিংস খেলার সুযোগ জীবনে একবারই আসে। তুমি সেটা বড় ভুল করে হারিয়ে ফেলেছ,” বলেন গেইল।
প্রোটিয়াদের ইতিহাসে সর্বোচ্চ, বিশ্ব টেস্টে পঞ্চম
মুল্ডারের ৩৬৭ রানের অপরাজিত ইনিংসটি এসেছে মাত্র ৩৩৪ বলে। ইনিংসটি সাজানো ছিল ৪৯টি চার এবং ৪টি ছক্কায়। এটি দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পুরুষদের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় মুল্ডার এখন পঞ্চম স্থানে। তার উপরে রয়েছেন শুধু ব্রায়ান লারা (৪০০), ম্যাথু হেইডেন (৩৮০), মঈন আলী (৩৭৪), এবং মাহেলা জয়বর্ধনে (৩৭৪)।