ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি বীরারভে গবই (CJI BR Gavai)। বর্তমানে তিনি সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে সরকারি সূত্রে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের আশা, পরবর্তী দুই-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে এবং তিনি ফের বিচারিক কাজে যোগ দেবেন।
হায়দরাবাদের অনুষ্ঠানের পরেই সংক্রমণ (CJI BR Gavai)
সূত্র মারফত জানা গিয়েছে, প্রধান বিচারপতি ১২ জুলাই হায়দরাবাদে অনুষ্ঠিত নালসার (NALSAR) আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন(CJI BR Gavai)। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেন, বহু মানুষের সঙ্গে যোগাযোগ করেন। সম্ভবত সেখান থেকেই তিনি ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন, এমনটাই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে ভাষণ দেন তিনি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে একাধিক বিষয় নিয়েও আলোচনা করেন।
চিকিৎসা চলছে, আশঙ্কার কিছু নেই (CJI BR Gavai)
সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, “প্রধান বিচারপতি সংক্রমণে আক্রান্ত হলেও জ্বর ও দুর্বলতা ছাড়া তেমন কোনও জটিল উপসর্গ নেই। তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন(CJI BR Gavai)। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। দু’এক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকদের ধারণা।” এই মুহূর্তে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তাঁর অবস্থা।

আরও পড়ুন: US Trade Deal : ট্রাম্পের বাণিজ্যনীতি! বন্ধুদের উপর শুল্ক, ভারতের সঙ্গে এখনও চুক্তি অধরা
সুপ্রিম কোর্টে সাময়িক প্রভাব(CJI BR Gavai)
প্রধান বিচারপতির হঠাৎ অসুস্থতার কারণে সুপ্রিম কোর্টের (supreme court of india) কিছু গুরুত্বপূর্ণ শুনানি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে বিচারপতি গবইয়ের নেতৃত্বে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছিল, যার মধ্যে রয়েছে,
- কেন্দ্র-রাজ্য ক্ষমতা বিভাজন সংক্রান্ত একটি সাংবিধানিক মামলা
- ইলেকটোরাল বন্ড সংক্রান্ত পুনর্বিবেচনা
- বিচার বিভাগে স্বচ্ছতা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলা
তবে তাঁর অনুপস্থিতিতে বিচারপতিদের একটি বিশেষ বেঞ্চ অস্থায়ী দায়িত্ব পালন করবে।

আইনজীবী মহলের প্রতিক্রিয়া(CJI BR Gavai)
প্রধান বিচারপতির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (SCBA) এক বিবৃতিতে জানায়, “আমরা প্রধান বিচারপতির দ্রুত আরোগ্য কামনা করছি(CJI BR Gavai)। তিনি শিগগিরই সুস্থ হয়ে ফিরে এসে বিচারব্যবস্থার নেতৃত্ব দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।” বিচারপতিদের মধ্যে থেকেও অনেকেই ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও সহানুভূতি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও শুভকামনার বার্তা।
গবই একজন অভিজ্ঞ বিচারপতি(CJI BR Gavai)
প্রসঙ্গত, বিচারপতি বিআর গবই দেশের অন্যতম অভিজ্ঞ এবং সংবেদনশীল বিচারপতি হিসেবে সুপরিচিত(CJI BR Gavai)।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিচারব্যবস্থার আধুনিকীকরণ, বিচারপ্রার্থী বান্ধব নীতি এবং স্বচ্ছ ও দক্ষ প্রশাসনের পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও, ডিজিটাল কোর্ট ব্যবস্থা, লোকাল আদালতের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার প্রচেষ্টা এবং মামলার দ্রুত নিষ্পত্তি তাঁর বিচারিক দর্শনের গুরুত্বপূর্ণ অংশ।
কেমন আছেন তিনি?(CJI BR Gavai)
প্রধান বিচারপতির হঠাৎ অসুস্থতা দেশের বিচারব্যবস্থার পক্ষে স্বাভাবিকভাবেই চিন্তার কারণ হলেও, তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার খবর স্বস্তিদায়ক। চিকিৎসক এবং হাসপাতাল সূত্র আশ্বস্ত করেছেন যে তিনি গুরুতর কোনও জটিলতায় ভুগছেন না, বরং সময় মতো চিকিৎসার ফলে তাঁর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি গবইয়ের নেতৃত্বে যেভাবে একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হচ্ছে, তাঁর দ্রুত সুস্থ হয়ে আদালতে ফিরে আসা আইনজীবী সমাজ ও সাধারণ বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।