ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিচারব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে শনিবার প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি বিআর গগৈ (CJI BR Gavai)। হায়দরাবাদের নালসার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল-এর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমাদের দেশের আইন ব্যবস্থাকে এখন মেরামত করা খুবই জরুরি। বিচার নিয়ে সাধারণ মানুষের আস্থা টিকিয়ে রাখতে হলে বিচারব্যবস্থার স্বচ্ছতা, গতি এবং মানবিকতা নিশ্চিত করতেই হবে।”
দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির মুখে বিচারপ্রক্রিয়ার বিলম্ব এবং বিচারাধীন বন্দিদের প্রসঙ্গ উঠে আসায় প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
‘সার্কেল অফ ইনজাস্টিস’ (CJI BR Gavai)
বিচারপতি গগৈ বলেন, “আমরা এমন অনেক ঘটনাই দেখেছি যেখানে কেউ বছরের পর বছর জেলবন্দি থাকেন, আর পরে তাঁকে নির্দোষ প্রমাণ করে মুক্তি দেওয়া হয় (CJI BR Gavai)। তত দিনে তাঁর জীবন ও সম্মান সব হারিয়ে যায়। এই পরিস্থিতি সমাজ ও দেশের পক্ষে ভয়ঙ্কর বার্তা বহন করে।” তিনি এও বলেন, দেশের আইন ব্যবস্থা এখন এক অনন্য চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই চ্যালেঞ্জ কেবল প্রশাসনিক নয়, নৈতিকও।
আত্মনির্ভরতার পথে হেঁটে এগোও (CJI BR Gavai)
প্রধান বিচারপতি তাঁর বক্তৃতায় আইনের ছাত্রছাত্রীদের বিশেষভাবে অনুপ্রাণিত করেন(CJI BR Gavai)। তিনি বলেন, “তোমরাই আগামী দিনের আইনি পরিকাঠামোর নেতৃত্ব দেবে। তোমাদের সৎ, মানবিক এবং দক্ষ হতে হবে।”
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আত্মনির্ভরতার পরামর্শ দেন তিনি। বলেন, “পরিবারের উপর অতিরিক্ত আর্থিক বোঝা না ফেলে চেষ্টা করো বৃত্তি পেতে। মেধা ও দক্ষতার উপর ভরসা রেখেই নিজেকে গড়ে তোল।”

আরও পড়ুন: Manipur Unrest : মণিপুরে ফের জঙ্গিবিরোধী অভিযান, গ্রেফতার ৮ কট্টরপন্থী জঙ্গি!
সংবিধানই সর্বোচ্চ, প্রধান বিচারপতির বার্তা (CJI BR Gavai)
সাম্প্রতিক কালে ভারতের তিনটি শাখা— আইনসভা, প্রশাসন ও বিচারব্যবস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিচারপতি গগৈ স্পষ্ট করে দেন তাঁর অবস্থান। তিনি বলেন, “সবচেয়ে উপরে রয়েছে ভারতের সংবিধান। এই সংবিধানের মাধ্যমেই গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ পরিচালিত হয়। বিচারবিভাগ তার নিজস্ব গরিমায় চললেও সংবিধানই মূল নিয়ন্ত্রক।”
সুপ্রিম কোর্ট নয়, দলগত নেতৃত্বের বার্তা (CJI BR Gavai)
গগৈ এ-ও বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এখন আর প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়(CJI BR Gavai)। “আমরা এই ধারণা ভাঙার চেষ্টা করছি যে সুপ্রিম কোর্ট (Supreme Court of India) মানে শুধুই CJI। এটি একটি দলগত কাঠামোর মধ্যে কাজ করে, যেখানে বিচারপতিদের সম্মিলিত চিন্তাভাবনা প্রাধান্য পায়।”

নিয়োগে স্বচ্ছতা ও ভবিষ্যৎ দিশা (CJI BR Gavai)
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আনতে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা-ও উঠে আসে তাঁর বক্তৃতায়(CJI BR Gavai)। দেশের বিচারব্যবস্থায় জনআস্থা ফিরিয়ে আনতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। নালসার বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ ও তেলঙ্গানা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।
প্রধান বিচারপতি গগৈয়ের বক্তব্য শুধু এক উদ্বেগ নয়, বরং দেশের আইনি সংস্কারের পথে এক জোরালো বার্তা। বিচারপ্রক্রিয়াকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁর এই আহ্বান আগামী দিনের আইনজীবী ও প্রশাসনের জন্য এক দিকনির্দেশ হিসেবেই বিবেচিত হতে পারে।