ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Bill) কড়া সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানী। আবাসন নির্মাতাদের স্বার্থের কথা মাথায় রেখে ওয়াকফ আইনে সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, আবাসন নির্মাতারা যাতে শহরের মুখ্য স্থানগুলিতে জমি পান সেই লক্ষ্যেই ওই আইন তৈরি করা হয়েছে। তাঁর কথায়, ধর্মীয় আচরণ পালনে হস্তক্ষেপ হতে পারে এমন কোনও সংশোধনী আনতে পারে না সরকার।
‘ওয়াকফ বোর্ড নিয়ম মেনেই গঠন করা হত’ (Waqf Amendment Bill)
ওই আইনের বিরুদ্ধে কী ভাবে লড়াই চালানো হবে তার রূপরেখা স্থির করতে বৈঠকে বসেন জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যেরা (Waqf Amendment Bill)। বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে মাদানি বলেন, ‘‘আগের ওয়াকফ আইনে ওয়াকফ বোর্ড যা ইচ্ছে তাই করতে পারত, যে জমি চাইত সেই জমি দখল করে নিতে পারত বলে একটি ভাষ্য তৈরিতে সক্ষম হয়েছে বিজেপি। কিন্তু মাথায় রাখতে হবে আগের ওয়াকফ বোর্ড নিয়ম মেনেই গঠন করা হত।’’
আবাসন নির্মাতাদের সুবিধের কথা মাথায় রেখে (Waqf Amendment Bill)
তাঁর কথায়, ‘‘এই আইন আদৌ দেশের স্বার্থে আনা হয়নি। আনা হয়েছে আবাসন নির্মাতাদের সুবিধের কথা মাথায় রেখেই। যাতে শহরের মুখ্য স্থানগুলিতে ওয়াকফের জমি দখল করতে পারেন তাঁরা (Waqf Amendment Bill)।’’ আজ মাদানির আশঙ্কাকে উস্কে দিয়ে ওয়াকফ আইন প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘বেনামী ওয়াকফ জমিতে আবাসন, স্কুল, হাসপাতাল গড়া হবে।’’ তবে তিনি এও যোগ করেছেন, গরিব মানুষের উন্নয়নের কথা মাথায় রেখেই আবাসন-স্কুল তৈরি করা হবে।
আরও পড়ুন: Yogi Adityanath On Murshidabad: ‘মুসলিম জনতাকে ভুল বোঝাচ্ছেন বিরোধীরা’ মুর্শিদাবাদ প্রসঙ্গে যোগী
‘স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত’
রবিবার জমিয়েত উলেমা-ই হিন্দ ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দিল্লিতে বৈঠক করে। মাওলানা মাহমুদ মাদানির সভাপতিত্বে সেই বৈঠক হয়। বৈঠকে ওয়াকফ আইনের বিরোধিতা করার আইনি ও সাংবিধানিক উপায়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই বৈঠকে কমিটির ৪২ জন সদস্য উপস্থিত ছিলেন, যারা বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করছেন। বৈঠকের পরে সংবাদমাধ্য়মের মুখোমুখি হন মাহমুদ মাদানি। সেখানে বাংলার মুর্শিদাবাদে হিংসা ও মৃত্যু নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় তাঁকে। প্রশ্ন শুনেই মেজাজ হারান মাদানি। বলেন, ‘মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আপনি আমাকে যে প্রশ্নটি করছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত যে মুর্শিদাবাদ কেন জ্বলছে? এর জন্যও কি আপনি মুসলমানদের দোষ দেবেন?’
সংশোধনী আনা যাবে না
বৈঠকে একাধিক প্রস্তাব পাস করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। মাওলানা মাহমুদ মাদানী জানান, সরকার যাতে ওয়াকফ আইন প্রত্যাহার করে নেয় সেই দাবি জানানো হবে। ওয়াকফ যে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ তা মেনে নিতে হবে। ওয়াকফ আইনে কোনো ধরনের সংশোধনী আনা যাবে না। সরকার যাতে শরিয়তি আইনে হস্তক্ষেপ না করে সে দিকটি মাথায় রাখার পাশাপাশি মুসলিম সম্পত্তি রক্ষা ও রক্ষণাবেক্ষণে আইন আনতে হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে যে হিংসাত্মক আন্দোলন হচ্ছে তা বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলন চালানোর পরামর্শ দিয়েছে সংগঠন।