ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে পিএসজি আত্মবিশ্বাসে ভরপুর থাকবে (Club World Cup Final Plan for PSG)। ফাইনালে তাঁরা মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব চেলসির।
রিয়াল মাদ্রিদকে ৪-০ হারিয়ে ফাইনালে পিএসজি (Club World Cup Final Plan for PSG)
ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির মুখোমুখি হওয়ার আগে প্যারিস সেন্ট-জার্মেইন কোচ লুইস এনরিকে জানালেন (Club World Cup Final Plan for PSG), তাদের লক্ষ্য ক্লাবের ইতিহাস গড়া। বুধবার রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পিএসজি। ফাবিয়ান রুইজের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন ওসুমানে ডেম্বেলে ও গনসালো রামোস। এই হার ছিল ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় পরাজয়। এই দুর্দান্ত পারফরম্যান্স চেলসি শিবিরে চিন্তা তৈরি করেছে। ফরাসি ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের থামাতে চেলসিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ এটি হতে পারে পিএসজি-র চলতি মরসুমেরপঞ্চম শিরোপা।
“একটা ধাপ বাকি, চেলসির বিপক্ষে লড়াই কঠিন হবে”— এনরিকে (Club World Cup Final Plan for PSG)
ম্যাচ শেষে এনরিকে বলেন (Club World Cup Final Plan for PSG), “আমরা চেষ্টা করব। চেলসির মতো ভালো দলের বিপক্ষে আরেকটা ধাপ বাকি।” তিনি আরও বলেন, “তারা পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে, বিশ্রাম নিতে হবে। আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা চাই ক্লাবের ইতিহাস গড়তে, তারপর ছুটিতে যেতে।”
ম্যাচের প্রতিক্রিয়ায় আত্মবিশ্বাসী কোচ
মাঠের ধারে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে এনরিকে যতটা নম্র ভঙ্গিতে কথা বলেছেন, তার দল ততটাই আক্রমণাত্মক খেলেছে। মাত্র ২৪ মিনিটেই ৩-০ গোলের লিড নেয় পিএসজি। এমন পারফরম্যান্সের পর তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। জিজ্ঞাসা করা হলে, এক কথায় ম্যাচটা কেমন লাগল, এনরিকে বলেন, “দারুণ। এই ধরনের ম্যাচ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। আমরা ভালোভাবে শুরু করেছিলাম। পারফরম্যান্সে আমরা খুশি।”
তাপমাত্রা — ফাইনালের আগে বড় বিষয়
ম্যাচ চলাকালীন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির ওপরে। তাই ফাইনালের আগে চারদিনের মধ্যেই খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ হবে। এনরিকে বলেন, “আমার জন্য এটা খুব গরম। এটা একটা বিশেষ মরসুম, বিশেষ মুহূর্ত। আমার মনে হয় আমরা জয়ের যোগ্য।”
চোট কাটিয়ে ফিরে গোল, ডেম্বেলেকে প্রশংসায় ভাসালেন কোচ
গ্রীষ্মে চোট কাটিয়ে প্রথমবারের মতো মূল একাদশে শুরু করেন ওসুমানে ডেম্বেলে। তিনিই ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। এনরিকে জানান, এটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, “এটাই প্রথম ম্যাচ যেখানে আমরা ডেম্বেলেকে সম্পূর্ণ সময়ের খেলোয়াড় হিসেবে ব্যবহার করতে পারলাম। আমরা তাকে সবসময় যত্ন নিয়ে খেলাচ্ছি। আমার মতে, সে আমাদের মরসুমের সেরা খেলোয়াড়। সে সবকিছু পাওয়ার যোগ্য। সে দলের জন্য সবকিছু দিয়েছে।”