ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্রিটেনে অনুষ্ঠিত অক্সফোর্ডের একটি (CM in London) বক্তৃতার সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিক্ষোভকারীদের টানাপড়েন রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। অক্সফোর্ডের কেলগ কলেজে ‘সামাজিক উন্নয়ন: নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন’ শীর্ষক আলোচনায় মমতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে বিক্ষোভকারীদের মুখোমুখি হন।
বিক্ষোভকারীদের অভিযোগ (CM in London)
বিক্ষোভকারীরা মমতার প্রতি নানা অভিযোগ ও স্লোগান উত্থাপন করলেও তিনি নিজের মনোভাবে (CM in London) দৃঢ় ছিলেন। স্লোগান দেওয়ার সময় মমতা তাদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের ভালবাসি। আপনারা নিজেদের পার্টিকে আরও শক্তিশালী করুন, যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে।” তিনি সতর্কতা দিয়ে বলেন, “দেশকে অপমান করবেন না।”
সরানো হয় বিক্ষোভকারীদের
বিক্ষোভকারীরা যখন উত্তেজিত হয়ে ওঠে, তখন মমতা শান্তভাবে বলেন, “আপনারা আমাকে অপমান করুন, তবে দেশকে অপমান করবেন না।” এর পর বিক্ষোভকারীদের সরে যেতে বাধ্য করা হয়। বক্তৃতার মাঝেই তিনি ইংরেজি গানের লাইন গেয়ে ওঠেন, “যদি আপনি ট্রেন মিস করেন, তাহলে জানবেন আমি চলে গেছি।”
আরও পড়ুন: Arjun Singh: থানায় হাজিরা দিলেন না অর্জুন সিং, বাড়ছে বিতর্ক!

অকপট মুখ্যমন্ত্রী
বক্তৃতার সময় মমতা ধীরে ধীরে বিক্ষোভের উত্তেজনা কমিয়ে আনতে সক্ষম হন। যখন তাঁকে ‘মিথ্যাবাদী’ এবং ‘অভয়াকে খুন করেছেন’ বলার চেষ্টা করা হয়, তিনি শান্তভাবে বলেন, “আপনারা আমার সুইট ব্রাদার, আমি আপনাদের ভালবাসি। শান্ত হোন।”
অকুতোভয় মমতা
মমতা বলেন, “আমি প্রতি বছর দুবার অক্সফোর্ডে আসব। আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি শুধুমাত্র জনতার সামনে মাথা নত করি।” বক্তৃতার শেষের দিকে তিনি বলেন, “ভালবাসাই সবচেয়ে শক্তিশালী।” বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মমতা প্রশ্নের উত্তর দেন এবং রাজ্যে উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “কোনও কাজই কঠিন নয়, শুধু পজিটিভ ভাবনা থাকতে হবে।”