ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রের সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন তিনি। এই আইন বলবৎ হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত ছিলো রাজ্যের সঙ্গে আলোচনা করা। কেন্দ্র শুধুমাত্র কাগজে বিজ্ঞাপন দিয়ে দায় সেরেছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, তৃণমূল সাংসদরা এর প্রতিবাদ করেন। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত কেটে যাওয়ার প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: https://tribetv.in/corruption-charges-against-raiganj-university-vc/
তিনি বলেন, কেন্দ্রের সরকার নির্দিষ্ট অংশকে কালিমালিপ্ত করতে চাইছে। আঘাত হানতে চাইছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়। মুখ্যমন্ত্রীর কথায়, সব ধর্মেরই নিজস্ব ট্রাস্ট আছে। সেরকমই ইসলাম ধর্মে আছে ওয়াকফ। অন্য ধর্মের অনেক মানুষও ওয়াকফে দান করেন। সেই ওয়াকফ সম্পত্তি কেন কেড়ে নেওয়া হবে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: https://tribetv.in/wb-cm-mamata-banerjee-stand-by-centre-government-over-bangladesh-crisis-issues/
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী টেনে আনেন সংখ্যালঘু খাতে বরাদ্দ বৃদ্ধির কথা। মুখ্যমন্ত্রী জানান, সংখ্যালঘু উন্নয়ন আগে বরাদ্দ হত ৪৭২ কোটি টাকা। এখন হয় ৪ হাজার ৩৮১ কোটি টাকা। ইংরেজি মাধ্যমেও মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার। রাজ্যের সরকার উর্দুকেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেখানে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিল মুসলিম সমাজের কাছে ধাক্কা বলে মনে করেন মুখ্যমন্ত্রী।