ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো মিটতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ কলকাতা বিমানবন্দর থেকে রওনা বাগডোগরার উদ্দেশে। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা মমতার। পরে সেখান থেকেই সড়কপথে দার্জিলিং (Darjeeling) যাবেন। আজ রাতে দার্জিলিং পৌঁছে কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর (West Bengal CM)।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন আগামীকাল অর্থাৎ ১২ নভেম্বর। ওই দিন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে মুখ্যমন্ত্রীর। পাহাড়ের উন্নয়নে জিটিএ’র সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী (West Bengal CM) দেবেন কি না সেই বিষয়ে নজর রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: Abhishek Banerjee News: রাষ্ট্রসংঘে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, আমন্ত্রণিত অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন: Firhad Hakim: ‘নারী জাতিকে সম্মান করি’, রেখা পাত্র নিয়ে বিতর্কিত মন্তব্যে সাফাই ফিরহাদের
১৩ তারিখ, বুধবার দুপুর ৩টেয় দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবারই প্রথম দার্জিলিংয়ে (Darjeeling) সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। প্রতি বছর কলকাতার নিউটাউন মেলা প্রাঙ্গণে ‘সরস মেলা’ হয়। উত্তরবঙ্গের মানুষদের জন্য ‘সরস মেলা’ হয় শিলিগুড়িতেও। তবে এ বছর উত্তরবঙ্গের ‘সরস মেলা’ হবে দার্জিলিং শহরে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১৩ তারিখ দুপুর ৩টের সময় সেই মেলার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় যোগ দেবেন।
দু’দিন পাহাড়ে কাটিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শুক্রবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফেরার পর শুক্রবার আরও একটি কর্মসূচি রয়েছে তাঁর। রাজারহাটে আদিবাসী ভবনে বীরসা মুণ্ডার ১৫০ তম জন্মতিথির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ বছর জেলাগুলিতে সপ্তাহব্যাপী বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নভেম্বরের ১৫-২১ তারিখ পর্যন্ত সব জেলাতেই পালিত হবে বীরসা মুণ্ডা দিবস।
লোকসভা নির্বাচনেও তৃণমূল (TMC) দার্জিলিং আসনে পরাস্ত হয়েছে। তারপর এটাই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রথম পাহাড় সফর। ফলে রাজনৈতিকভাবেও তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও মুখ্যমন্ত্রীর দু’দিনের দার্জিলিং সফরে ঘোষিত কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।