ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের ভোটের আগে ফুরফুরা শরিফ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন ইফতার পার্টিতে, কথা বলবেন পীরজাদাদের সঙ্গে। তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রমজান মাসে মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে।
রাজ্য সরকার ফুরফুরা শরিফে ধাপে ধাপে বহু উন্নয়নমূলক কাজ করেছে। সোমবার সেখানে গিয়ে সেসবের অগ্রগতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া সেখানকার পীরজাদার সঙ্গেও আলোচনার সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী যাবেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ফুরফুরা শরিফকে। পুরো প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছেন ফুরফুরা শরিফে। সূত্রের খবর, সরকারি উদ্দ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার। সেইখানেই যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দেখা করতে পারেন ত্বহা সিদ্দিকির সঙ্গেও।
আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের শনিবাসরীয় মেগা বৈঠক, ছাব্বিশের আগে অ্যাকশন মোডে সেকেন্ড ইন কমান্ড
পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে একান্তে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর! (CM Mamata Banerjee)
গত সোমবার বিকেলে আচমকাই নবান্নে উপস্থিত হতে দেখা গিয়েছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। প্রায় ২০ মিনিট ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে তাঁর কথা হয়েছে। শোনা গিয়েছে, বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা ঠিকমতো খরচ করতে পারছেন না তিনি। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি। তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। বৈঠকের পর নওশাদ জানান, তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Abhishek Meeting: ‘ভূতুড়ে’ ভোটার ধরতে জেলাভিত্তিক কমিটি গঠন, আইপ্যাক নিয়ে বিশেষ বার্তা অভিষেকের
বস্তুত, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আসেন তারপর ২০১২ সালে। এরপর ২০১৬ সালে তিনি সেখানে যান। তারপর ২০২৬-এর ভোটের আগে ২০২৫-এর ১৭-ই মার্চ ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওই দিন মুখ্যমন্ত্রী ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে।