ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Visit Burrabazar)। হোটেল মালিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন—সিস্টেম ছাড়া কোনও হোটেল চালানো যাবে না। একইসঙ্গে শহরের অন্যান্য বিপজ্জনক ভবনের নিরাপত্তা খতিয়ে দেখতে পুরসভা ও পুলিশকে নির্দেশ দেন তিনি।
অগ্নিকাণ্ডে কড়া বার্তা ‘রাফ অ্যান্ড টাফ’ মমতার (CM Visit Burrabazar)
মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৫ জনের। সেই সময় জগন্নাথমন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রতিমুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। ফিরেই বৃহস্পতিবার সকালে বড়বাজারের দুর্ঘটনাস্থলে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মাও। হোটেল মালিকের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (CM Visit Burrabazar)। ওই হোটেলের আশপাশের বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সিস্টেম ছাড়াই হোটেল চালাচ্ছেন, আগুন ধরে যাওয়া হোটেলটি ‘সিল’ করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দমকল যখন প্রবেশ করার চেষ্টা করছিল, তখন হোটেলের দরজা বন্ধ ছিল বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Black day for Mecchua: কলকাতার ফলপট্টির ‘কালো’ সকাল! নেই হকারের হাঁক, শোকপালনে স্তব্ধ ব্যবসা
পুরসভা-পুলিশ-দমকলকে তদন্তের নির্দেশ (CM Visit Burrabazar)
বড়বাজারের ওই অগ্নিকাণ্ডের পর শহরের বাকি এলাকায় ভবনগুলি খতিয়ে দেখতে কলকাতা পুরসভাকেও অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর জন্য পুরসভাকে কেন্দ্রীয় ভাবে একটি তদন্তকারী দলও গঠনের নির্দেশ দেন তিনি। সেখানে মেয়র, পুরকমিশনার, কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা এলাকার সব ডিসি এবং দমকলের প্রতিনিধিরা থাকবেন। শুধু কলকাতাতেই নয়, জেলাস্তরেও এই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি (CM Visit Burrabazar)। সেখানে ওই তদন্তকারী দলে পুলিশের তরফে জেলার পুলিশ সুপার থাকবেন বলে জানান মমতা। দোকানগুলিকে প্লাস্টিক বা রাসায়নিক মজুত না করার জন্য অনুরোধ করে তিনি।
পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর (CM Visit Parkstreet)
বড়বাজার থেকে বেরিয়েই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে সারপ্রাইজে ভিজিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। থরে থরে মজুদ গ্যাস সিলিন্ডার দেখে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। এত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ৫০ হাজার লোক মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ মমতার। মেয়রের সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে (CM Visit Burrabazar) জরুরি বৈঠকে বসার নির্দেশও দেন তিনি। উপরের ছাদ বন্ধ করে রেস্তোরাঁ করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্য প্রশাসনের কঠোর পদক্ষেপে শহর জুড়ে বাড়ছে তৎপরতা। নিয়মে কেউ মদত দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেছুয়া বাজারের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলবে, কোনও রাজনৈতিক নেতা হলেও সহজে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী (CM Visit Burrabazar)।