ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাড়িতে যদি বাস্তুর (Coin Vastu Tips) সমস্যা থাকে, তাহলে নেগেটিভ এনার্জির কারণে জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে বাস্তুদোষ থাকলে আর্থিক সমস্যা দেখা দেয় এবং আমাদের সব কাজেই ক্ষতির মুখে পড়তে হয়। এই সময় সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের সহায়ক হতে পারে সামান্য একটি এক টাকার কয়েন। জীবনে সুখ সমৃদ্ধি আমরা সবাই চাই। কিন্তু বাস্তবে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই যেন খারাপ সময় আমাদের পিছু ছাড়তে চায় না। জেনে নিন কয়েন ব্যবহার করে কী ভাবে সুখ, সমৃদ্ধি ও সাফল্য লাভ করবেন।
আর্থিক সমৃদ্ধি লাভ (Coin Vastu Tips)
যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন, তাহলে প্রতি শুক্রবার লক্ষ্মী গণেশের পুজো করুন। এরপর তামার কলসের গায়ে জাফরান দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তারপর ওই কলসের মধ্যে একটা এক টাকার কয়েন রেখে দিন (Coin Vastu Tips)। প্রতিদিন এই কলসের পুজো করতে হবে। এর ফলে সংসারে অভাব থাকলে তা কেটে যাবে। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন।
দারিদ্র্য দূর করার উপায় (Coin Vastu Tips)
আপনার বাড়িতে যদি দারিদ্র্য ও নেগেটিভ এনার্জি থাকে, তাহলে প্রতিদিন সন্ধ্যেবেলা বাড়ির মূল দরজার সামনে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দিন। মনে রাখবেন এটি চতুর্মুখী প্রদীপ হতে হবে এবং এর প্রতিটি মুখে একটি করে এক টাকার কয়েন রাখুন (Coin Vastu Tips)। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে এবং সুখ-শান্তি সংসারে বিরাজ করবে।

আরও পড়ুন: Mirror Vastu Tips: বাড়ির কোন দিকে রাখবেন কেমন আয়না? কী বলছে বাস্তুশাস্ত্র?
সমস্যা থেকে মুক্তি
যদি দেখেন, সমস্যা আপনার পিছু ছাড়ছে না, তাহলে এক টাকার কয়েনের এই টোটকা কাজে লাগিয়ে দেখুন। এক মুঠো চালের মধ্যে একটা এক টাকার কয়েন রাখুন। এরপর মন্দিরে গিয়ে ভগবানের পুজো করুন ও নিজের সমস্যার কথা নিবেদন করুন। তারপর কোনও কোণের দিকে গিয়ে সেখানে ওই চাল ও কয়েন রেখে দিন। দেখবেন কী ভাবে আপনার জীবনের সব সমস্যা কেটে গিয়ে সাফল্য ও সমৃদ্ধি উপচে পড়ছে।

ভাগ্যের দরজা খোলা
আপনার যদি মনে হয় যে দুর্ভাগ্য আপনার পিছু ছাড়ছে না, চেষ্টা করেও কোনও কাজে ভাগ্যের সহায়তা আপনি পাচ্ছে না, তাহলে এক টাকার কয়েনের এই টোটকা আপনার জন্য উপকারী হতে পারে। এর জন্য আপনাকে নিজের পকেটে একটি ময়ূরের পালক এবং একটি এক টাকার কয়েন রাখতে হবে। এই সহজ কাজ করলেই আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং প্রতিদিনের সব কাজে সাফল্য লাভ করবেন।