Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতীয় নৌসেনায় যুক্ত হতে চলেছে নতুন দুটি জাহাজ! প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীতে একসঙ্গে দুটি আধুনিক মাল্টি মিশন স্টেলথ ফ্রিগেট যোগ করলেন(INS Himgiri And Udaygiri)। জাহাজ দুটি হল আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি। দেশের নৌ ইতিহাসে এই প্রথম দুই ভিন্ন শিপইয়ার্ডে নির্মিত ফ্রন্টলাইন সারফেস কমব্যাট্যান্ট একই দিনে কমিশন করা হল। রাজনাথ সিংহ একে আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণের জীবন্ত ছবি বলে বর্ণনা করেছেন।
প্রোজেক্ট ১৭এ ক্লাসের উন্নত উত্তরাধিকার (INS Himgiri And Udaygiri)
উদয়গিরি এবং হিমগিরি প্রোজেক্ট ১৭এ ক্লাসের অংশ। এটি শিবালিক ক্লাস প্রোজেক্ট ১৭ এর উন্নত সংস্করণ। নতুন নকশা, উন্নত স্টেলথ, আধুনিক অস্ত্র ও সেন্সর সংযোজনের ফলে দুই জাহাজই নীল জলের পূর্ণাঙ্গ মেরিটাইম মিশনে সক্ষম। দীর্ঘ সময় টহল, এসকর্ট, সাবমেরিন বিরোধী অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং স্ট্রাইক অপারেশন সব ক্ষেত্রেই তারা প্রস্তুত।
দেশীয় নকশা ও নির্মাণে মাইলফলক (INS Himgiri And Udaygiri)
দুটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোতে নকশা করা। উদয়গিরি এই ব্যুরোর শততম নকশা, যা পাঁচ দশকের দেশীয় যুদ্ধজাহাজ ডিজাইনের গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মাণে প্রায় পঁচাত্তর শতাংশ দেশীয় উপাদান ব্যবহার হয়েছে। শত শত এমএসএমই অংশীদার হয়ে সরাসরি প্রায় চার হাজার এবং পরোক্ষভাবে দশ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।
দুই শিপইয়ার্ডের যৌথ সাফল্য (INS Himgiri And Udaygiri)
উদয়গিরি নির্মিত হয়েছে মুম্বইয়ের মজগাঁও ডকে। মডুলার নির্মাণ পদ্ধতিতে দ্রুততম সময়ে লঞ্চের পর ডেলিভারি দেওয়া সম্ভব হয়েছে। হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। একই দিনে দুই শিপইয়ার্ডের জাহাজ কমিশন হওয়া পূর্ব উপকূলের কৌশলগত গুরুত্ব এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতা স্পষ্ট করে।

আরও পড়ুন : Sky Stadium In Saudi Arabia : ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’-এ সৌদির নতুন চমক! মরুদেশে তৈরি হচ্ছে ঝুলন্ত স্টেডিয়াম
আধুনিক প্রপালশন ও প্ল্যাটফর্ম সিস্টেম (INS Himgiri And Udaygiri)
জাহাজ দুটিতে কম্বাইন্ড ডিজেল অর গ্যাস বা কোডগ প্রপালশন প্ল্যান্ট বসানো হয়েছে। সঙ্গে রয়েছে ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম, যা ইঞ্জিন, পাওয়ার, ক্ষতি নিয়ন্ত্রণ এবং প্ল্যাটফর্ম স্বাস্থ্য পর্যবেক্ষণকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে। এ সবই দীর্ঘ সমুদ্রমিশনে নির্ভরযোগ্যতা এবং অপারেশনাল প্রস্তুতি বাড়ায়।
অস্ত্র ও সেন্সর প্যাকেজের শক্তি
ফ্রিগেট দুটির অস্ত্রসম্ভারে রয়েছে সুপারসনিক ব্রহ্মোস সারফেস টু সারফেস মিসাইল, মধ্য পাল্লার সারফেস টু এয়ার মিসাইল, ৭৬ মিমি প্রধান গান, ৩০ মিমি এবং ১২ দশমিক ৭ মিমি ক্লোজ ইন অস্ত্র ব্যবস্থা(INS Himgiri And Udaygiri)। সাবমেরিন মোকাবিলায় দেশীয় রকেট লঞ্চার এবং টর্পেডো লঞ্চার যুক্ত হয়েছে। উন্নত রাডার, সোনার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এই প্যাকেজকে সম্পূর্ণ করেছে।

আরও পড়ুন : Kargil Warzone : কার্গিলের হিমশীতল পরিবেশে কীভাবে থাকে ভারতীয় সেনা?
ঐতিহ্যের ধারাবাহিকতা (INS Himgiri And Udaygiri)
নতুন উদয়গিরি এবং হিমগিরি নামকরণ করা হয়েছে পূর্বসূরি জাহাজগুলির স্মৃতিতে, যেগুলি তিন দশকের বেশি সময় দেশের সেবা করেছে। এই নাম ফিরিয়ে আনা নৌবাহিনীর ঐতিহ্য ও গৌরবের ধারাবাহিকতাকে সম্মান জানায় এবং নতুন প্রজন্মের জাহাজগুলিকে অতিরিক্ত অনুপ্রেরণা দেয়।
ইস্টার্ন ফ্লিটে নতুন শক্তি
কমিশনিংয়ের পর জাহাজ দুটি ইস্টার্ন ফ্লিটে যোগ দেবে(INS Himgiri And Udaygiri)। ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্রপথ সুরক্ষা, বাণিজ্য রুটের নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ অভিযানে নৌবাহিনীর পৌঁছ, স্থিতি এবং প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
একই দিনে দুই স্টেলথ ফ্রিগেট কমিশনিং শুধু নৌবাহিনীর আধুনিকীকরণ নয়, আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের পথেও বড় পদক্ষেপ। উন্নত প্রযুক্তি, দেশীয় শিল্প এবং পেশাদার নৌ কৌশলের সমন্বয়ে উদয়গিরি ও হিমগিরি আগামী বছরগুলোতে সমুদ্রের নির্ভরযোগ্য প্রহরী হয়ে উঠবে।