Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মিরাবাই চানুর। দীর্ঘদিন চোটের জন্য বাইরে ছিলেন এই তারকা ভারোত্তোলক (Mirabai Chanu)।
চোট সরিয়ে ফিরে এসেই সোনা জয় (Mirabai Chanu)
বর্তমানে অহমেদাবাদে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। সেখানেই সোনা জিতে বাজিমাত করলেন ভারোত্তোলক। চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকতে হলেও তার যে তার দক্ষতা ম্লান হয় নি সেই প্রমাণ দিলেন মিরাবাই চানু। বিশ্বের কাছে ভারতের হয়ে মুখ উজ্জ্বল করলেন তিনি।
সোমবার কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে প্রথম স্থানে শেষ করেছেন তিনি। মোট ১৯৩ কেজি ভারোত্তোলন করে নতুন রেকর্ডও গড়লেন তিনি। মালয়েশিয়ার আইরিন হেনরি ও ওয়েলসের নিকোলে রবার্টসকে টেক্কা দিয়ে এই খেতাব জিতলেন মিরাবাই। ৩১ বছর বয়সি চানু গত বছর প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল তার।

আরও পড়ুন : Tour: দার্জিলিং-ঘুমের বাইরে গিয়ে উত্তরবঙ্গকে চিনুন অচেনা জায়গার হাত ধরে
মেয়েদের ৪৮ বিভাগে অংশ নিয়েছিলে মিরাবাই। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৪ কেজি তুলতে সক্ষম হন। এর পরে ৮৯ কেজি ভারোত্তোলন করার চেষ্টা করলেও ব্যর্থ হন মিরাবাই। ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটিগরিতে প্রথম প্রচেষ্টায় তোলেন ১০৫ কেজি। দ্বিতীয় বারে উন্নতি করেন আরও। সহজেই তিনি তোলেন ১০৯ কেজি। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় ১১৩ কেজি তুলতে গেলে ব্যর্থ হন (Mirabai Chanu)।
সব মিলিয়ে ৬টি প্রচেষ্টার মধ্যে ৩টিতে সফল হয়ে মোট ১৯৩ কেজি (৮৪ কেজি + ১০৯ কেজি) ভারোত্তোলন করেন মিরাবাই (Mirabai Chanu)। এতেই চ্যাম্পিয়ন হন তিনি। হেনরি আইরিন দ্বিতীয় হন ১৬১ কেজি ভারোত্তোলন করে। তৃতীয় হন ওয়েলসের নিকোলে রবার্টস (১৫০ কেজি)।