Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানিয়েছিল ভারত। সেই আবেদনকেই মিললো অনুমতি (Commonwealth Games)। সব ঠিক থাকলে ২০ বছর পর ভারতে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর।
কমনওয়েলথ গেমস (Commonwealth Games)
সবকিছু ঠিক থাকলে ভারতেই হতে পারে ২০৩০-এর কমনওয়েলথ গেমস। বুধবার কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়ায় পর আনুষ্ঠানিক ভাবে এই খেলা আয়োজনের প্রস্তাব দিলো ভারত। তবে ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে। খেলার সব খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজনের পরিকল্পনা রয়েছে ভারতের (Commonwealth Games)।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা IOA আজ দিল্লিতে তাদের স্পেশাল মিটিং-এ এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারতে এই ইভেন্ট হওয়ার সম্ভাবনা আরও জোরালো হলো। ২০১০ সালে শেষবার কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতে। সেবছর দিল্লিতে আয়োজিত হয়েছিল ইভেন্টটি।
২০৩০ সালে এই ইভেন্ট আয়োজনের দায়িত্বে ছিল কানাডা কিন্তু তারা নিজেদের নাম প্রত্যাহার করায় ভারতের সম্ভাবনা আরও বেড়েছে। এখন ভারতের লড়াই নাইজেরিয়ার সাথে। দক্ষিণ আফ্রিকাও এই বিডে অংশ নিতে পারে। তবে ভারতের কাছে পূর্বের অভিজ্ঞতা থাকায় ভারতের সম্ভাবনার দিক থেকে এগিয়ে থাকছে (Commonwealth Games)।

কর্মসমিতির সদস্য রোহিত রাজপাল বলেন ‘২০৩০ সালের এই গেমস হবে পূর্ণাঙ্গ মাপের। ভারত আরও যে খেলাগুলোয় ভাল সেই খেলাগুলোও অন্তর্ভুক্ত করা হবে যাতে ভারতের পদক সংখ্যা বাড়ে’। গত ২০২৬-এর গ্লাসগো গেমসে শুটিং, কুস্তি, ব্যাডমিন্টন ইত্যাদি খেলাগুলো ছিল না। এই ইভেন্টগুলোর থেকে ভারত বহুবার পদক জিতেছে।’
আরও পড়ুন: War 2: পাগলাটে ছবি ‘ওয়ার ২’, প্রকাশ্যে হৃতিক-এনটিআরের কেমিস্ট্রি
সম্প্রতি কমনওয়েলথ স্পোর্টের ডিরেক্টর ডারেন হল হমেদাবাদে পরিকাঠামো পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। ডারেন হল ও তাঁর প্রতিনিধি দল গুজরাটে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন। আরও একটি বড় দলের আসার কথা আছে পরিদর্শনে। নভেম্বরের শেষে খুব সম্ভবত আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে (Commonwealth Games)।
ভারতে মাত্র একবারই এই ইভেন্ট আয়োজন করা হয়েছিল। ২০১০ সালে ভারতে আয়োজন করা হয়েছিল কমনওয়েলথ গেমস যদিও সেবার খেলার পাশাপাশি কিছু বিতর্কও সৃষ্টি হয়েছিল। সবকিছু ঠিক থাকলে ২০ বছর পর ভারতে হতে চলেছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)।