Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (CWG) আয়োজনের জন্য ভারতের বিডকে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা(Commonwealth Games 2030)। এর মধ্য দিয়ে বড় মাপের আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশ।
আয়োজক শহর হিসেবে আহমেদাবাদ (Commonwealth Games 2030)
কেন্দ্র জানিয়েছে, গুজরাতের আহমেদাবাদকে আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে(Commonwealth Games 2030)। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র ও সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতিই এই সিদ্ধান্তের প্রধান কারণ। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম — নরেন্দ্র মোদী স্টেডিয়াম — ইতিমধ্যেই ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে বিশ্বমঞ্চে সক্ষমতা প্রমাণ করেছে।
ক্রীড়া ছাড়াও কর্মসংস্থান ও পর্যটন বৃদ্ধি (Commonwealth Games 2030)
যদি ভারতের বিড অনুমোদিত হয়, তবে ৭২টি দেশ ও অঞ্চল থেকে খেলোয়াড়দের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতার বাইরেও কর্মসংস্থান, পর্যটন বৃদ্ধি এবং বিভিন্ন খাতে পেশাদার সুযোগ তৈরি হবে বলে কেন্দ্রের আশা।
বাদ পড়া খেলাগুলো ফিরিয়ে আনার পরিকল্পনা (Commonwealth Games 2030)
২০২৬ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Sport) থেকে বাদ দেওয়া হয়েছিল হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, কুস্তি, টেবিল টেনিস, ডাইভিং, রাগবি সেভেনস, বিচ ভলিবল, মাউন্টেন বাইকিং, স্কোয়াশ ও রিদমিক জিমন্যাস্টিক্সের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট। ভারত প্রতিশ্রুতি দিয়েছে, ২০৩০ সালের আসরে এই খেলাগুলো ফিরিয়ে এনে আরও অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতা আয়োজন করবে।

আরও পড়ুন : IADWS : ভারতের “আইএডিডব্লিউএস”-আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষায়, নজর কেড়েছে চিনের
দীর্ঘমেয়াদি ক্রীড়া লক্ষ্য (Commonwealth Games 2030)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩৬ সালের মধ্যে অলিম্পিক আয়োজনের স্বপ্ন বারবার প্রকাশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার মতে, ২০৩০ CWG আয়োজন সেই বড় স্বপ্ন পূরণের দিকে একটি প্রস্তুতিমূলক ধাপ। এর আগে ভারত ২০১০ সালে দিল্লিতে শেষবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল।
আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রীড়া উপস্থিতি (Commonwealth Games 2030)
সম্প্রতি ভুবনেশ্বরে কন্টিনেন্টাল ট্যুর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন এবং ২০২৯ ও ২০৩১ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের বিড করার পরিকল্পনাও ভারতের ক্রীড়া-অঙ্গনে উচ্চাকাঙ্ক্ষার পরিচয় বহন করছে।

কমনওয়েলথ গেমসে ভারতের আগ্রহ
কমনওয়েলথ গেমস ফেডারেশন (CGF) সাম্প্রতিক বছরগুলোতে আয়োজক দেশ খুঁজে পেতে সমস্যায় পড়েছে। ২০২৬ সালের গেমস আয়োজন থেকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরে দাঁড়ালে গ্লাসগো শেষ মুহূর্তে আয়োজকের দায়িত্ব নেয়, যদিও মাত্র ১০টি খেলার সীমিত সংস্করণে। এই প্রেক্ষাপটে ভারতের আগ্রহ কমনওয়েলথ গেমসের ভবিষ্যৎকেও নতুন গতি দেবে বলে মনে করা হচ্ছে।
২০৩০ সালের কমনওয়েলথ গেমস যদি আহমেদাবাদে অনুষ্ঠিত হয়, তবে তা ভারতের ক্রীড়া জগতকে শুধু আন্তর্জাতিক স্বীকৃতি দেবে না, বরং দেশকে অলিম্পিক আয়োজনের মতো আরও বৃহত্তর ক্রীড়া স্বপ্ন পূরণের পথে এগিয়ে নেবে।