Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে ধাক্কাধাক্কি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল এক রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে পুরাতন মালদহের মৌলপুর গ্রামীণ হাসপাতালে। ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা।
জানা গেছে, পুরাতন মালদার ভাবুক অঞ্চলের রাঙ্গামাটিয়া এলাকার এক ব্যক্তি তার চার বছরের শিশুকে জ্বর নিয়ে ভর্তি করে মৌলপুর হাসপাতালে। সকাল থেকে চিকিৎসা হয় সেই শিশুর পাশাপাশি বিভিন্ন ধরনের রক্তের নমুনা নিয়ে পরীক্ষাও করা হয়। পরবর্তীতে চিকিৎসক অসুস্থ এই শিশুকে উন্নত চিকিৎসার জন্য মালদহের জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেয়। ছেলেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করায় ক্ষুব্ধ হয়ে ওঠে ওই শিশুর মা-বাবা সহ অনান্য আত্মীয় পরিজন। অকথ্য ভাষায় ডাক্তারকে গালিগালাজ এবং ধাক্কাধাক্কি করতে থাকে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ও হেনস্তা করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:https://tribetv.in/burnt-naked-body-of-woman-found-in-krishnagar-near-sp-office/
খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে মালদহ থানার পুলিশ। ঘটনাস্থলের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সূত্রের খবর, পুলিশও নাকি ওই রোগীর পরিবারের লোকজনের হাতে হেনস্থার শিকার হয়। আরজি কর আবহে মালদহের মৌলপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল হাসপাতালের নিরাপত্তার দিকে।
যদিও এক প্রত্যক্ষদর্শী জানান, চিকিৎসকদের সাথে অভিযুক্ত ওই ব্যক্তি যা ব্যবহার করেছে খুবই দুর্ভাগ্যজনক। ঘটনাতে ডাক্তার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কোনও দোষ নেই। এই বিষয়ে মৌলপুর হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার কোনও মন্তব্য করতে চাননি। তবে কর্তব্যরত অর্থাৎ আক্রান্ত চিকিৎসক অরিন্দম চাকি জানান, এক রোগীর আত্মীয়দের হেনস্থায় তারা আক্রান্ত হয়েছে। এই ঘটনার মালদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানান চিকিৎসক অরিন্দম চাকি।