ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকের যুগে ইন্টারনেট (Computer Internet) আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাদীক্ষা, কর্মসংস্থান, বিনোদন, এবং অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য ইন্টারনেট ছাড়া আমাদের জীবন প্রায় অসম্ভব। তবে, অনেক সময় কম্পিউটারে নেট কানেকশন সঠিকভাবে কাজ না করলে আমাদের কাজে আসে বাধা। এই সমস্যার সমাধান করতে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে, যা আপনার ইন্টারনেট কানেকশনকে পুনরায় ঠিকঠাক করে কাজ করতে সাহায্য করবে।
মডেম বা রাউটার রিস্টার্ট (Computer Internet)
নেট কানেকশনে সমস্যা হলে প্রথমে আপনার মডেম বা রাউটারটি রিস্টার্ট (Computer Internet) করতে পারেন। অনেক সময় রাউটার দীর্ঘ সময় চালু থাকার ফলে ইন্টারনেট সংযোগে গোলমাল হতে পারে। রাউটারটি বন্ধ করে কিছুক্ষণ পরে আবার চালু করলে অনেক সময় এই ধরনের সমস্যা সমাধান হয়।
কেবল বা কানেকশনের তার পরীক্ষা (Computer Internet)
কম্পিউটারের নেট কানেকশন না আসার (Computer Internet) আরেকটি কারণ হতে পারে কেবল বা তারের মধ্যে কোনও সমস্যা। তার বা কেবলে ফাটল বা তার ঢিলে হয়ে থাকলে সেগুলি ঠিক করা প্রয়োজন। তাছাড়া, যদি আপনার কম্পিউটার ও রাউটার একে অপর থেকে অনেক দূরে থাকে, তাহলে আপনি একটি লম্বা ইথারনেট কেবল ব্যবহার করে দেখতে পারেন। সমস্যার সমাধান হলেও হতে পারে।
আরও পড়ুন: Book Reading Benefits: একটা বই হাজার বন্ধুর সমান, জানেন সেকথা?
ওয়াই-ফাই কানেকশন পরীক্ষা করুন (Computer Internet)
যদি আপনি ওয়াই-ফাই ব্যবহার (Computer Internet) করে থাকেন, তবে আপনার ওয়াই-ফাই সংযোগটি ঠিকঠাক আছে কি না, তা পরীক্ষা করুন। অনেক সময় ওয়াই-ফাই সিগন্যাল দুর্বল হয়ে থাকে এবং এটি নেট কানেকশনে সমস্যা তৈরি করে। রাউটারটি পুনরায় চালু করার পাশাপাশি, রাউটারটির অবস্থান পরিবর্তন করে দেখুন। রাউটারটি ঘরের মাঝামাঝি স্থানে রাখলে ওয়াই-ফাই সিগন্যাল অনেক ভালো হয়।
ব্রাউজার বা অ্যাপ্লিকেশন রিফ্রেশ
কম্পিউটারে কোনও নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন কাজ না করলে, তা বন্ধ করে আবার খুলুন। কখনও কখনও ওয়েব ব্রাউজার বা অ্যাপ্লিকেশন সমস্যা করেও নেট কানেকশনে বিঘ্ন ঘটাতে পারে। এক্ষেত্রে, ব্রাউজারের ক্যাশ এবং কুকি ক্লিয়ার করার পর আবার চেষ্টা করুন।

DNS সেটিংস চেক করুন
আপনার কম্পিউটারে DNS (ডোমেইন নেম সিস্টেম) সেটিংস ভুলভাবে কনফিগার করা থাকলে ইন্টারনেট সংযোগে সমস্যা সৃষ্টি হতে পারে। ডিফল্ট DNS সার্ভার পরিবর্তন করে গুগলের পাবলিক DNS (8.8.8.8 এবং 8.8.4.4) ব্যবহার করলে অনেক সময় ইন্টারনেট সংযোগে সমস্যা কমে যায়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন
সব পদক্ষেপ অনুসরণ করার পরেও যদি ইন্টারনেট কানেকশন ঠিক না হয়, তবে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করা উচিত। তারা আপনার কানেকশন পরীক্ষা করে কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করতে সহায়তা করতে পারে।
কম্পিউটার এবং রাউটার সফটওয়্যার আপডেট করুন
অফলাইনে বা অনলাইনে ইন্টারনেট সংযোগের সমস্যা হতে পারে পুরোনো সফটওয়্যার বা ফার্মওয়্যারের কারণে। তাই, রাউটার এবং কম্পিউটারের সফটওয়্যার আপডেট করে দেখুন।