Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক পডকাস্টে প্রধানমন্ত্রী মোদি বিশ্বব্যাপী সংস্থাগুলিতে “কোনও সংস্কার অবশিষ্ট নেই” বলার পর (Congress Attack Modi), কংগ্রেস বলেছে যে তিনি তার “ভালো বন্ধু” ডোনাল্ড ট্রাম্পের কথার পুনরাবৃত্তি করছেন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর গুরুত্ব নিয়ে বিতর্ক (Congress Attack Modi)
সোমবার কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে (Congress Attack Modi)। এক পডকাস্টে মোদি আন্তর্জাতিক সংস্থাগুলোর গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কংগ্রেসের দাবি, মোদি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখার চেষ্টা করছেন এবং তার কথাই বারবার আওড়াচ্ছেন।
কী বলেছেন মোদি? (Congress Attack Modi)
পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী মোদি বলেন, জাতিসংঘ (UN) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে (Congress Attack Modi)। বিশ্বজুড়ে সংঘাত বাড়লেও এই সংস্থাগুলোতে কোনো সংস্কার হচ্ছে না। তাই এগুলি “প্রায় অপ্রাসঙ্গিক” হয়ে পড়েছে।
কংগ্রেসের তোপ
কংগ্রেস সাংসদ এবং দলের যোগাযোগ দফতরের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “মোদি বলছেন, আন্তর্জাতিক সংস্থাগুলি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, অথচ ভারত এই সংস্থাগুলোর থেকে বহু সুবিধা পেয়েছে।”
তিনি আরও বলেন, “এটি মার্কিন প্রেসিডেন্টের ভাষা। আসলে, ট্রাম্পই এই সংস্থাগুলোর গুরুত্ব কমানোর চেষ্টা করছেন, আর এখন মোদি তার ‘ঘনিষ্ঠ বন্ধুর’ কথারই পুনরাবৃত্তি করছেন।”
ভারত কি আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে কোনও সুবিধা পায়নি?
জয়রাম রমেশ প্রশ্ন তোলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্যারিস চুক্তি কি ভারতের পক্ষে ভাল নয়? তিনি আরও বলেন, জাতিসংঘের দুর্বলতা থাকলেও ভারত কি এর মাধ্যমে বিদেশে শান্তিরক্ষীদের সুযোগ পায়নি?
‘পুরোপুরি খারিজ করা উচিত নয়’
কংগ্রেস নেতা বলেন, বহুপাক্ষিক সংস্থাগুলোর সংস্কার দরকার, তবে ট্রাম্প ও মোদি যেভাবে এগুলিকে পুরোপুরি অপ্রয়োজনীয় বলে দাগিয়ে দিচ্ছেন, তা সঠিক নয়।
আরও পড়ুন: Devendra Fadnavis: ঔরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের ক্রোধের জন্য ‘ছাবা’ সিনেমাই দায়ী?
ট্রাম্পের প্রশংসা করলেন মোদি
পডকাস্টে মোদি ট্রাম্পের “নম্রতা” ও “দৃঢ়তা”র প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্প আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত এবং তার স্পষ্ট রোডম্যাপ রয়েছে, যা তাকে লক্ষ্যপূরণে সহায়তা করবে। মোদি আরও বলেন, ট্রাম্প “আমেরিকা ফার্স্ট” নীতিতে বিশ্বাসী, আর তিনি “ইন্ডিয়া ফার্স্ট” নীতিতে বিশ্বাসী।