ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য। তুমুল হট্টগোল রাজস্থান বিধানসভায়। কংগ্রেসের ছয় বিধায়ককে সাসপেন্ডের অভিযোগ। প্রতিবাদে সারা রাত বিধানসভায় কাটালেন কংগ্রেস বিধায়করা। দেশের আইন রচিত হয় লোকসভায় এবং রাজ্যের আইন প্রণয়ন হয় বিধানসভায়। সেই বিধানসভা এবং লোকসভা যেন হট্টগোলের স্থানে পরিণত হয়েছে। ঠিক সেই রকম হট্টগোল চলছিল রাজস্থান বিধানসভায়। হট্টগোলের পর বিরল ঘটনার সাক্ষী থাকল রাজস্থান বিধানসভা। ছয় জন কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করায় বিক্ষোভের পাশাপাশি কংগ্রেস বিধায়করা (Congress MLA Suspended News) সারা রাত কাটালেন বিধানসভাতে।
গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে (Congress MLA Suspended News) হারিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। বিজেপি জয়ের পরে মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বসুন্ধরা রাজ্যে গজেন্দ্র সিং শেখায়াত সহ একঝাঁক হেভিওয়েটকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন ভজনলাল শর্মা। কিন্তু সেই মন্ত্রী সভায় বিতর্ক দিন দিন বেড়েই চলেছে।

আরও পড়ুন: https://tribetv.in/krishnendu-chowdhury-malda-getting-threat-call-and-msg/
কংগ্রেস বিধায়কদের কী কারণে সাসপেন্ড করা হয়েছে (Congress MLA Suspended News):-
বিতর্ক সৃষ্টি হয়েছিল রাজ্যের মন্ত্রীর মন্তব্য নিয়ে। মন্ত্রী অবিনাশ গেইলট দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এরপর কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখতে শুরু করেন (Congress MLA Suspended News)। বিধানসভায় শুরু হয় তুমুল হট্টগোল।এরপরেই বিধানসভার স্পিকার ছয় কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করেন। সাসপেন্ড হওয়া বিধায়করা হলেন গোবিন্দ সিং দোতাসরা, রামকেশ মিনা, আমিন কাগজি, জাকির হুসেন গেসওয়াত , হাকিম আলী খান এবং সঞ্জয় কুমার জাতভ।
আরও পড়ুন: https://tribetv.in/central-warn-for-using-earphone-to-publics-may-cause/
এরপরেই কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখতে শুরু করেন এবং সাসপেন্ড হওয়া বিধায়কদের সাসপেনশন তুলে নেওয়ার জন্য স্পিকারের কাছে আবেদন করতে থাকেন। রাজস্থান বিধানসভার স্পিকার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। প্রতিবাদে বিধানসভার মধ্যেই সারা রাত কাটিয়ে দেন কংগ্রেস বিধায়করা (Congress MLA Suspended News)।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-on-vasha-diwas-over-bangladesh-issues-speak/
কংগ্রেসের (Congress MLA Suspended News) তরফে ‘আপত্তিকর’ শব্দ বিধানসভার রেকর্ড থেকে সরিয়ে ফেলার দাবি জানানো হয়। অন্যদিকে বিজেপির দাবি, কংগ্রেস বিধায়করা প্রতিবাদের নামে অশালীন আচরণ করেন, স্পিকারের দিকে তেড়ে যান। যার কারণেই সাসপেন্ড করা হয়েছে ৬ কংগ্রেস বিধায়ককে। ঘটনার নিন্দা জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবি, বিজেপি সরকার বিরোধীদের উসকানি দেওয়ার চেষ্টা করছে।