ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদানি ঘুষকাণ্ডে (Adani bribery case) বারবার উত্তপ্ত হয়ে উঠছে সংসদ। ফলে নিত্যদিন মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। শুক্রবারও এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ। সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ (Congress protests) করতে দেখা যায় বিরোধী দলের সাংসদদের।
সংসদে চলছে শীতকালীন অধিবেশন। অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সরব বিরোধী জোট। আদানি ও মোদির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই অভিযোগে স্লোগান-বিক্ষোভে একাধিকবার উত্তপ্ত হয়েছে সংসদ চত্বর। স্টিকার লাগানো কালো জ্যাকেট পড়ে আন্দোলন করতে দেখা গেছে বিরোধীদের। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখা গেছে স্লোগান লেখা স্টিকার লাগানো সাদা টি-শার্ট পড়ে আন্দোলনে নামতে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ধারাবাহিক বিক্ষোভে শুক্রবার নতুন চমক। অভিনবত্ব আনতে সংবিধান হাতে নিয়ে বিক্ষোভে (Congress protests) নামল বিরোধীরা।
আরও পড়ুন: Kashmir: শ্বেতশুভ্র বরফে ঢেকেছে ভূস্বর্গ! শ্রীনগর থেকে কাশ্মীর, হিমাঙ্কের নীচে পারদ
শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ (Congress protests) করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য বিরোধী সাংসদরা। ‘আদানির জন্য সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা প্রতীকী প্রতিবাদ করছি।’ বলে বিজেপিকে নিশানা করেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। হাতে সংবিধান নিয়ে বিরোধীদের এই প্রতিবাদের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। কংগ্রেস সর্বদা সংবিধানের অসম্মান করেছে, বলেও আক্রমণ শানিয়েছেন প্রহ্লাদ যোশী।
সংবিধান রক্ষার লড়াই যেকোনও দল কিংবা দেশের যেকোনও ব্যক্তি করতেই পারে। কিন্তু প্রতিদিন আদানি ইস্যু নিয়ে যেভাবে বন্ধ হচ্ছে সংসদে অধিবেশন, তাতে প্রশ্ন উঠছে, তাহলে কোটি কোটি টাকা খরচ করে নষ্ট করা হচ্ছে না? আমজনতার জলন্ত ইস্যু নিয়ে আলোচনা কেন হচ্ছে না? আদানি ইস্যুতে কেন আলোচনা করছে না কেন্দ্রের সরকার? কেন বিরোধীরা এই একই ইস্যু নিয়ে তোলপাড় করছে?
আরও পড়ুন: Money in Rajya Sabha: রাজ্যসভায় সিঙ্ঘভির আসনে টাকার বান্ডিল! তদন্তের নির্দেশ ধনখড়ের
এসবের মধ্যে অধরাই থেকে যাচ্ছে সাধারণ মানুষের সমস্যার সমাধান? যা নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল (TMC)। সংসদ অধিবেশনে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বাংলার বঞ্চনা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার পাওনা টাকা আটকে রাখা, সার-সংকট, মণিপুরে হিংসা-সহ উত্তর-পূর্বের সমস্যার কথা তুলে ধরতে চায় বাংলার শাসক দল।