ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিকে অপু, অপরদিকে আর্য (Chirodini Tumi Je Amar)। দু’জনের সম্পর্কের মাঝে এখন এক রাশ শুধুই অভিমান। একে অপরকে মনের কথা সরাসরি বলতেই পারছে না। অপর্ণা সাহস দেখিয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ। সেই কথা আর্য যে কীভাবে নিয়েছে, তা এখনও ধোঁয়াশা। এবার অপুর জন্য অপেক্ষা করছে আর এক বিপদ। তার সামনে এখন বড় বাধা অর্ক। ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আগামী পর্বে কী হতে চলেছে?
টিআরপিতে ভালো ফল (Chirodini Tumi Je Amar)
জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’, যে ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এই প্রথম ছোট পর্দায় তাঁরা জুটি বাঁধলেন (Chirodini Tumi Je Amar)। ধারাবাহিকের বয়স বেশি নয় । ইতিমধ্যেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। গল্প বেশ গভীর, চলছে টানটান উত্তেজনা।
মীরার চক্রান্ত (Chirodini Tumi Je Amar)
আবারও মীরার চক্রান্তের মুখে পড়তে চলেছে অপু। একবার অফিসে কিছু না জানিয়েই সে ছুটি করে। মীরা বুঝে যায়, এর সাথে আর্যর যোগ আছে (Chirodini Tumi Je Amar)। আগামী পর্বতে দেখতে পাবেন, অপু অফিসে ছুটির দরখাস্ত জমা দিতে গেলে, রীতিমত চক্রান্ত করে মীরা। পরিকল্পনা করে অপুকে পাঠিয়ে দেয় অর্কর কাছে। স্বাভাবিক ভাবেই এখন অর্কর রোষের মুখে অপু। অর্ক অপুর ছুটি মঞ্জুর করেনি, উপরন্তু অপুকে অফিসে থেকে কাজ করতে বলে।
চিন্তায় আর্য
ওদিকে আর্য কিঙ্করের কাছে সবটা জানতে পেরে বেশ চিন্তায় পড়ে যায়। অপুর যাওয়ার কথা ছিল, গয়নার দোকানে। সেখানে তার মা বাবা অপেক্ষা করতে করতে অস্থির হয়ে পড়ে। অপু কি অফিস থেকে বের হতে পারবে? সে কি পারবে নিজের বুদ্ধি দিয়ে অর্ককে মানিয়ে বাবা-মায়ের কাছে পৌঁছতে? এই প্রশ্নের উত্তর রয়েছে আগামী পর্বে।

আরও পড়ুন: Robot in Rannaghor: রান্নাঘরে মুশকিল আসান, কাজ করছে রোবট! ব্যাপারটা কী?
অপুর বিয়েকে কেন্দ্র করে ষড়যন্ত্র
অপুর বিয়েটা যে একটা চক্রান্ত, তা আর্য বুঝে গিয়েছে। ইতিমধ্যেই কিঙ্করকে সাথে নিয়ে ধরে ফেলেছে আসল সত্যিটা। দোকান যে আইনত অপুর বাবা পাবে, তা খুব ভালো ভাবেই জানে আর্য। কিন্তু এখনও অপুর পরিবারকে এই বিষয়ে আর্য কিছুই জানায়নি। এখন দর্শক অধীর আগ্রহ অপেক্ষা করছে, অপুর বিয়ে দেখার জন্য। অপুর বিয়ে শেষ পর্যন্ত কার সাথে হবে? আর্যর সাথে নাকি বাবা-মায়ের দেখা পাত্রের সাথে? এই ধারাবাহিকে আর্যই যে নায়ক, তা সবাই জানে। কিন্তু এখনও নায়ক নায়িকার প্রেম পর্ব প্রকাশ্যে আসেনি। দুজনে দুজনের মনের কথা একে অপরকে সামনাসামনি বলেনি। তাহলে অপু আর্যর বিয়েটা হবে কীভাবে?
কিছুদিনের অপেক্ষা
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আশা করা যাচ্ছে, এই কয়েক সপ্তাহের মধ্যেই হয়ত অপুর বিয়ের পর্ব চলে আসবে। ‘চিরদিনই তুমি যে আমার’ খুব অল্প সময়ের মধ্যেই যে দর্শকের মন জয় করে নিয়েছে, তা বলাই বাহুল্য। এর আগেও ছোটপর্দায় কামাল দেখিয়েছিলেন জিতু কমল এবং দিতিপ্রিয়া। আলাদা আলাদা ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তাঁরা। আবার নতুনরূপে ফিরেছেন। স্বাভাবিক ভাবেই দর্শকদের প্রত্যাশা কম নয়।