Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘তিনি তো খুন করেননি।’ জালিয়াতি মামলায় প্রাক্তন ট্রেনি আইএএস পূজা খেড়করের শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট(Ex IAS Puja Khedkar)।এরপর তদন্তের স্বার্থে যদি পূজাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ, সেক্ষেত্রে ৩৫,০০০ টাকা প্রদানের শর্তে জামিনে মুক্তি পাবেন তিনি। পাশাপাশি, পূজাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তিনি কোনও ভাবেই তদন্তে হস্তক্ষেপ করতে পারবেন না। এর আগে ২০২৪ সালের নভেম্বরে পূজা খেদকারের আগাম জামিন নাকচ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ (Ex IAS Puja Khedkar)
বুধবার শীর্ষ আদালতে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চ পূজাকে আাগাম জামিন দিয়েছে(Ex IAS Puja Khedkar)। প্রাক্তন আইএএস শিক্ষানবিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছিল দিল্লি পুলিশ।এদিন সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু পূজার জামিনের বিরোধিতা করে বলেন, ‘ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য পূজাকে হেফাজতে রাখা প্রয়োজন।’ তাঁর যুক্তি ছিল, এই জালিয়াতিতে পূজা ছাড়াও আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সে কারণেই তদন্তের স্বার্থে পূজাকে হেফাজতে রাখা প্রয়োজন। এরপরেই বিচারপতি নাগরত্ন প্রশ্ন করেন, ‘সহযোগিতা করছেন না, এই কথার মানে কী? তিনি তো কোনও খুন করেননি! এটি কোনও মাদক সংক্রান্ত অপরাধও নয়! তিনি অবশ্যই তদন্তে সহযোগিতা করবেন।’
দিল্লি হাইকোর্টকে ভর্ৎসনা (Ex IAS Puja Khedkar)
বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, পূজাকে আপাতত হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই(Ex IAS Puja Khedkar)। তবে কোনও ভাবেই দিল্লি পুলিশের তদন্তপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন না পূজা। সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা, কিংবা সাক্ষ্যপ্রমাণগুলি ঘাঁটাঘাঁটিও করতে পারবেন না তিনি। এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও, ২০২৪ সালের নভেম্বরে পূজার আগাম জামিন বাতিল করা নিয়ে দিল্লি হাইকোর্টকেও ভর্ৎসনা করেছে দুই বিচারপতির বেঞ্চ। গ্রেফতারি এড়াতে গত বছর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পূজা। অতীতে সেই মামলায় রক্ষাকবচ দিলেও গত বছরের শেষে সেই রক্ষাকবচ তুলে নেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানায়, পূজা শুধু ইউপিএসসি-র সঙ্গে নয়, গোটা দেশের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন! সেই রায়েরই সমালোচনা করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন- Ex-Diplomat Madhuri Gupta: সুফিবাদ,প্রলোভন,জামশেদ! এক দশক আগেও বিশ্বাসঘাতকতার সাক্ষী ভারত
বিতর্কের সূত্রপাত (Ex IAS Puja Khedkar)
গত বছরের মাঝামাঝি মহারাষ্ট্রের পুণের অতিরিক্ত জেলাশাসক হিসাবে নিযুক্ত পূজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার, লালবাতি ব্যবহারের অভিযোগ ওঠে(Ex IAS Puja Khedkar)। এছাড়া অতিরিক্ত জেলাশাসকের কক্ষ ‘দখল’ করা এবং জেলাশাসকের সহকারীর কাছে বেআইনি দাবিদাওয়া পেশ করে সেই দাবি পূরণের জন্য হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। তার পর পূজার একের পর এক কীর্তি প্রকাশ্যে আসতে শুরু করে।
আরও পড়ুন- Pakistani Spy: পহেলগাঁও হামলার আগে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ! জেরায় স্বীকার জ্যোতির
পূজার পরিচয় (Ex IAS Puja Khedkar)
২০২২ সালের ব্যাচের শিক্ষানবিশ আমলা পূজা মহারাষ্ট্রের পুণেতে অ্যাসিসট্যান্ট কালেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন(Ex IAS Puja Khedkar)। গত বছর তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ইউপিএসসি পরীক্ষায় পাশ করতেও বহু নিয়ম বহির্ভূত কাজ করেছেন তিনি। নির্ধারিত সীমার বেশিবার পরীক্ষা দিতে নাম, পরিচয় ও বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল পূজার বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী ইউপিএসসিতে জেনারেল ক্যাটাগরির প্রার্থী ৩২ বছর বয়সের মধ্যে ৬ বার পরীক্ষা দিতে পারেন। আবার ওবিসি প্রার্থীরা ৩৫ বছরের মধ্যে ৯ বার পরীক্ষায় বসতে পারেন। সূত্রের খবর, পূজা মোট ১১ বার ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, নিজেকে প্রতিবন্ধী কোটার সুবিধা নিয়ে ভুয়ো সার্টিফিকেট দাখিল করেছিলেন বলেও অভিযোগ ওঠে। একের পর এক অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে ইউপিএসসি কমিটি। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।