Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষের শরীর বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বুড়ো হতে থাকে (Covid-19)। শুধু বাহ্যিকভাবে নয়, শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়। রক্তনালীগুলিও এর ব্যতিক্রম নয়। বয়স যত বাড়ে, রক্তনালী তত শক্ত হতে থাকে, নমনীয়তা হারায়। এর ফলেই হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, কোভিড-১৯ এই প্রাকৃতিক প্রক্রিয়াকে অস্বাভাবিকভাবে দ্রুততর করে দিয়েছে।
রক্তনালী বুড়ো হয়ে যাচ্ছে পাঁচ বছর আগে (Covid-19)
ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস সিটি-র প্রধান গবেষক রোজা মারিয়া ব্রুনো-র নেতৃত্বে পরিচালিত গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর তথ্য। দেখা গেছে, কোভিড আক্রান্ত হওয়ার পর একজন মানুষের রক্তনালীর বয়স এক ধাক্কায় প্রায় পাঁচ বছর বেড়ে গেছে। অর্থাৎ, যার প্রকৃত বয়স ৪০ বছর, তার রক্তনালীগুলির অবস্থা ৪৫ বছরের সমান।
এই গবেষণাটি প্রকাশিত হয়েছে মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান হার্ট জার্নাল-এ। এতে অন্তর্ভুক্ত ছিল অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ইউরোপের ১৬টি দেশের প্রায় ২,৪০০ জন অংশগ্রহণকারী। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকই নারী।
গবেষণায় কীভাবে মাপা হলো ক্ষয়? (Covid-19)
বিজ্ঞানীরা এ জন্য ব্যবহার করেছেন একটি নির্দিষ্ট প্যারামিটার — Carotid-Femoral Pulse Wave Velocity (PWV)। এটি রক্তনালীর শক্ত হওয়া বা বার্ধক্য মাপার আন্তর্জাতিক মানদণ্ড।
- হালকা সংক্রমণে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে PWV বৃদ্ধি পেয়েছে ০.৫৫ মিটার/সেকেন্ড।
- হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যেসব মহিলাদের, তাঁদের ক্ষেত্রে এই বৃদ্ধি ছিল ০.৬০ মিটার/সেকেন্ড।
- আর যেসব মহিলা কোভিডে গুরুতর অসুস্থ হয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে PWV বৃদ্ধি হয়েছে প্রতি সেকেন্ডে ১ মিটারেরও বেশি।
পুরুষদের ক্ষেত্রেও সামান্য প্রভাব পড়েছে, তবে নারীদের তুলনায় তা অনেক কম।
কেন নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত? (Covid-19)
গবেষকরা বলছেন, নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষদের তুলনায় তুলনামূলকভাবে শক্তিশালী। ফলে তারা কোভিডের প্রথম সংক্রমণ থেকে দ্রুত সুস্থ হতে পেরেছেন। কিন্তু এর পরবর্তী ধাপে, অর্থাৎ সংক্রমণ সেরে যাওয়ার পরে, রক্তনালীর ক্ষতি নারীদের ক্ষেত্রেই বেশি দেখা গেছে। এ কারণে কোভিড পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী সমস্যাগুলি— যেমন শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, হৃৎসংক্রান্ত জটিলতা— নারীদের মধ্যে বেশি থেকে যাচ্ছে।
সম্ভাব্য ঝুঁকি! (Covid-19)
বিশ্বজুড়ে বহু মানুষ ইতিমধ্যেই লং কোভিডের ভুক্তভোগী। সংক্রমণ সেরে যাওয়ার মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে থেকে যাচ্ছে নানা উপসর্গ। এই নতুন গবেষণা প্রমাণ করছে, লং কোভিড শুধু ফুসফুসে নয়, রক্তনালী এবং হৃদ্রোগ ব্যবস্থাতেও গভীর প্রভাব ফেলতে পারে।
ফলাফল হলো—
- স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি
- হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়া
- বয়সের তুলনায় হৃদ্যন্ত্রের অকাল বার্ধক্য
আরও পড়ুন: Calcutta high court: কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ তৃণমূলের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে
কী শিখতে পারি? (Covid-19)
এই গবেষণা চিকিৎসাবিজ্ঞানকে নতুন দিশা দেখাচ্ছে। কোভিড থেকে সুস্থ হওয়ার পরও রোগীকে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার আওতায় আনা জরুরি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে রক্তচাপ, হৃদ্রোগের ঝুঁকি এবং রক্তনালীর কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত।
সারসংক্ষেপে বলা যায়,
কোভিড-১৯ শুধু অস্থায়ী সংক্রমণ নয়, এটি মানবদেহের প্রাকৃতিক বার্ধক্যের গতি বাড়িয়ে দিয়েছে। বিশেষত নারীদের রক্তনালীতে এর ক্ষতিকর ছাপ সবচেয়ে বেশি। তাই কোভিড-পরবর্তী স্বাস্থ্যসতর্কতা নেওয়া এখন সময়ের দাবি।