ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশে করোনাভাইরাসের সংক্রমণ (Covid 19) দ্রুত বাড়ছে। সাম্প্রতিক ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, আর ৪ জনের মৃত্যু হয়েছে। এভাবে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৫ জনে। আগের দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৮ জন এবং ৪ জনের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতি দেখে বোঝা যায়, করোনা এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
করোনা সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে (Covid 19)
বিশেষ করে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার (Covid 19) ক্রমেই বেড়ে চলেছে। শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৯৬ জনে। ওই দিন নতুন আক্রান্ত হয়েছে ৫৮ জন। এই বছর রাজ্যে করোনা থেকে মৃতের সংখ্যা ১ জন। সংক্রমণের কারণ ও পরিস্থিতি মোকাবিলায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা নমুনা সংগ্রহের জন্য একটি কাউন্টার খোলা হয়েছে। এখানে দৈনিক প্রায় ৩ ঘণ্টা নমুনা সংগ্রহের কাজ চলছে। এছাড়া পিয়ারলেস হাসপাতাল ও CMRI-তে করোনায় আক্রান্ত দুইটি শিশু চিকিৎসাধীন রয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালেও দুইজন প্রবীণ রোগী ভর্তি আছেন। আরও উদ্বেগজনক খবর হল মেডিক্যাল কলেজ হাসপাতালের এক শিক্ষক-চিকিৎসকেরও করোনা ধরা পড়েছে।
বিশেষ সতর্কতা জারি (Covid 19)
এদিকে, ওড়িশায় আসন্ন রথযাত্রাকে সামনে রেখে স্বাস্থ্য বিভাগ বিশেষ (Covid 19) সতর্কতা জারি করেছে। পুরীর রথযাত্রা উৎসবটি বিশাল জনসমুদ্রের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। অতীত অভিজ্ঞতার আলোকে এবার স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশেষ নির্দেশিকা নিয়েছে। জনস্বাস্থ্য পরিচালক নীলকান্ত মিশ্র জানিয়েছেন, যারা করোনার মতো উপসর্গ অনুভব করছেন, তাদের রথযাত্রায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা ঠান্ডা, ফ্লু, বা অন্য কোনো অসুস্থতায় ভুগছেন, বিশেষ করে বয়স্ক ও রোগপ্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের উৎসবে অংশগ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মাস্ক পরতেই হবে
উৎসবে অংশগ্রহণকারীদের মাস্ক পরা এবং পরিচ্ছন্ন পানীয় জল গ্রহণের বিষয়েও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাই এই মুহূর্তে করোনা মোকাবিলার অন্যতম সেরা পথ। বিশেষ করে রথযাত্রার মতো বড় জমায়েতের সময় এই সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা ঠেকানো যায়।
আরও পড়ুন: Different Hilsha Recipe: সর্ষে বাটা বা পাতুরি নয়, ইলিশের বিদেশি স্বাদই করবে কামাল!
সর্বোপরি, দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণের এই ক্রমবর্ধমান পরিসংখ্যান দেখে স্পষ্ট যে, এখনই আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজন না হলে বাইরে না যাওয়া এবং দ্রুত টিকার ব্যবস্থা নেওয়াই হতে পারে এই মহামারির বিরুদ্ধে সবার সেরা অস্ত্র। পাশাপাশি, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চললে আমরা এই সংকট মোকাবিলা করতে পারব।