Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিরাট কোহলিকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নজির গড়লেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা (Cricket)।
কোহলিকে রাজার টেক্কা (Cricket)
আধুনিক বিশ্ব ক্রিকেটে কোহলি দাপট বিশ্ব দেখেছে। তার আগ্রাসন হোক বা ব্যাটিং সেটা বিশ্বে সমাদৃত। আধুনিকতা ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। যিনি নিজের কেরিয়ারে ছুঁয়েছেন বহু রেকর্ড। গতবছর আইপিএল খেতাবও তার দখলে (Cricket)।
তাছাড়াও তার ঝুলিতে ছিল টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। কিন্তু এবার সেই রেকর্ড ভাঙলেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা (Sikandar Raza)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলার পর সেরার পুরস্কার পেলেন তিনি। এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নতুন রেকর্ডার মালিক রাজা।

কিন্তু সেই রেকর্ড এবার থেকে সিকান্দার রাজার দখলে। জিম্বাবোয়ের অলরাউন্ডার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে খেলার পর ম্যাচ সেরার পুরস্কার পেলেন সিকান্দার। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের চার ওভারের স্পেলে তিনি মাত্র ১১ রান খরচ করেন। আর সেই ১১ রানের বদলে তুলে নেন ৩ উইকেট। রাজার স্পেলে ভর করেই শ্রীলঙ্কার থেকে জয় ছিনিয়ে নেয় জিম্বাবোয়ে। ৫ উইকেটে ম্যাচ জিতে যায় দল। জিম্বাবোয়ের এই তারকা আন্তর্জাতিক মঞ্চে ১৭ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন। বিরাট কোহলির দখলে ছিল ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ১২৫ টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৬ বার ম্যাচ সেরার পুরস্কার (Cricket)।
আরও পড়ুন: IPO: বাজারে আসার আগে গ্রে মার্কেটে ভাল সাড়া, আসছে নতুন IPO
সূর্যকুমার যাদবও টি-টোয়েন্টি ফরম্যাটে ১৬ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। খেলেছেন ৮৩টি আন্তর্জাতিক ম্যাচ। তবে সূর্যকুমার যাদবের সামনে সুযোগ থাকছে রেকর্ড ভাঙার। বিরাট ও রাজাকে টেক্কা দিয়ে ম্যাচ সেরার রেকর্ড ভাঙতে পারবেন কিনা তিনি সেটা এখন সময়ের অপেক্ষা।
শুরু হয়েছে এশিয়া কাপ, আজ ভারতের প্রথম খেলা। অন্যতম ফেভারিট দল হিসেবেই ভারতকে মাঠে নামতে দেখা যাবে তবে ভারত চাইছে এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে। সেই মতো যেতে ভারতীয় শিবিরকে ঘাম ঝরাতেও দেখা গেছে। দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের গলায় শোনা গেছে আত্মবিশ্বাসের সুর (Cricket)।