ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদে অশান্তি ঘটনায় খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে (CV Ananda Bose Visits Murshidabad) গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকালে নিহত বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান তিনি। রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে বললেন, ‘‘আমার সব হারিয়েছে। আমরা ঘুমোতে পারছি না। আপনি দয়া করে কিছু করুন।’’
প্রথমেই শান্তি ফেরানোর বার্তা দেন (CV Ananda Bose Visits Murshidabad)
নিহতের পরিবারকে সান্ত্বনা দেন রাজ্যপাল (CV Ananda Bose Visits Murshidabad)। আক্রান্তদের সঙ্গে কথা বলে প্রথমেই শান্তি ফেরানোর বার্তা দেন তিনি। নিহতের পরিবারকে নিজের ফোন নম্বরও দেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, ‘শান্তি ফেরানোই মূল লক্ষ্য। তাতে জোর দিতে হবে। আর এর জন্য রাজ্য সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা।’ পীড়িতদের সব অভিযোগ শুনে রাজভবনের পিসরুমের ফোন নম্বর দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়টি দেখা হবে। দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সমস্যা মনে হলেই পিসরুমের নম্বরে ফোন করবেন।’
স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন (CV Ananda Bose Visits Murshidabad)
নয়া ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানের অনেক বাসিন্দা গঙ্গা পেরিয়ে ও পারে মালদহে আশ্রয় নিয়েছেন। শুক্রবার তাঁদের সেই শিবিরে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার তিনি যান মুর্শিদাবাদের শমসেরগঞ্জের উপদ্রুত এলাকায়। সেখানে তিনি দুই নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালকে জানান, তাঁরা খুবই আতঙ্কে রয়েছেন। অশান্তির সময় তাঁদের বাড়িতে লুটপাট চলেছে। তাঁদের দাবি, নিরাপত্তার স্বার্থে এলাকায় বিএসএফের স্থায়ী ক্যাম্প বসানো হোক। স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল (CV Ananda Bose Visits Murshidabad)।
আরও পড়ুন: CV Ananda Bose: মালদহে বৈষ্ণবনগরে আশ্রয়শিবিরে রাজ্যপাল পৌঁছোতেই বিক্ষোভ স্থানীয়দের
‘আমি ওঁদের বলেছি বিচার ওঁরা পাবে’
ক্যাম্পের বিষয়টি রাজ্যকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। সিভি আনন্দ বোসের কথায়, ‘আমি ওঁদের বলেছি বিচার ওঁরা পাবে। বিএসএফ ক্যাম্পের বিষয়টি রাজ্যকে আমি জানাব। কেন্দ্রকেও বলব।’ জাফরাবাদে প্রায় ১৩ মিনিট ছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেদবোনা রওনা হন তিনি। নিহতের বাড়িতে রাজ্যপাল যাওয়ার আগে সেখানে গিয়েছিলেন মালদহের ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র। স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। সকলের অভিযোগ শোনার পর তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে। তাঁরা যাতে সরাসরি ফোন করতে পারেন, সেই নম্বর দেওয়া হয়েছে। শান্তি প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য। রাজ্য সরকারকে বলব, উপযুক্ত পদক্ষেপ করুন।’