ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (Netaji Subhash Birthday 2025) ‘নেতাজিকে যোগ্য সম্মান দেওয়া হয়নি’, বোসের জন্মদিনে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের)। বৃহস্পতিবার কলকাতার এলগিন রোডে নেতাজি ভবনে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সুভাষ চন্দ্র বসু ভারতের তারুণ্যের বীরত্ব, আত্মমর্যাদা, স্বাধীনতার ক্ষুধার প্রতীক। স্বাধীন ভারতের ইতিহাসে নেতাজিকে যোগ্য সম্মান দেওয়া হয়নি।”
শুধু রাজ্যপালই নয়, বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। সেই সভা থেকেই শাঁখ বাজিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Netaji Subhash Birthday 2025) শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজিকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (Netaji Subhash Birthday 2025) :-
মঞ্চে নেতাজিকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজির জন্মদিন (Netaji Subhash Birthday 2025) জানি, মৃত্যুদিন জানি না। সব ধর্মকে নিয়ে চলতে বলতেন নেতাজি । তিনি আমাদের চিন্তানায়ক। তাই আমরা জয় হিন্দ বাহিনী তৈরি করেছি ।‘ সেইসঙ্গে নেতাজির অন্তর্ধান নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বৃহস্পতিবার নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কিত পোস্ট করে বিতর্কে জড়ান লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
আরও পড়ুন:https://tribetv.in/netaji-subhash-birthday-2025-know-the-historical-story/
এদিন নিজের এক্স হ্যান্ডেলে নেতাজির (Netaji Subhash Birthday 2025) একটি ছবি পোস্ট করেন কংগ্রেস নেতা। সেখানে নেতাজির জন্মের তারিখ ২৩ জানুয়ারি, ১৮৯৭ লেখার পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে ১৮ অগাস্ট, ১৯৪৫-কে উল্লেখ করা হয়েছে। কার্যত নেতাজির মৃত্যু রহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে। আর এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক তরজা।
আরও পড়ুন:https://tribetv.in/controversy-over-netaji-subhas-chandra-bose-jayanti/
নেতাজি (Netaji Subhash Birthday 2025) সম্পর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর চূড়ান্ত অবমাননাকর তথ্য পেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার নেতাজিকে (Netaji Subhas Chandra Bose Jayanti) শ্রদ্ধার্ঘ জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ”নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে লোকসভার বিরোধি দলনেতা যেভাবে তাঁর মৃত্যু দিন উল্লেখ করে দিলেন ওনার পোস্টে, এটা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। কারণ, এক একটি কমিশন যেভাবে তারা নেতাজির মৃত্যুরহস্য নিয়ে এক একটি মত দিয়ে গিয়েছে। শেষ যে কমিশন মত দিয়েছে তাত, ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে উল্লেখ করেছেন। তারপরেও বিরোধি দলনেতার মতো পদে বসে থাকার পরও রাহুল গান্ধী যে কাজ করেছেন তার জন্য তাঁর নেতাজি প্রেমিদের কাছ থেকে, ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত। কারণ, এটা নেতাজির অপমান (Netaji Subhash Birthday 2025)।”