ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের পিছল ডিএ মামলার(DA Case) শুনানি। আগামীকাল তথা মঙ্গলবারই ডিএ মামলার শুনানি। তবে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ কীভাবে কার্যকর করা হবে, তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। আইনজীবী রাকেশ দ্বিবেদি রাজ্য সরকারের তরফে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দু’মাস সময় চান। ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। বরং আরও সময় চাইল রাজ্য।
সুপ্রিম কোর্টে ফের পিছল DA মামলার শুনানি(DA Case)
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কেন রাজ্য সরকার ৬ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র(DA Case) ২৫ শতাংশ মেটাতে পারল না, সোমবার সেই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। বকেয়া ডিএ মেটাতে আগেই সুপ্রিম কোর্টের কাছে ৬ মাস সময় চেয়েছিল রাজ্য। সোমবারও রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টকে জানান, আদালতের নির্দেশ কার্যকর করে তারা বকেয়া ডিএ মেটাতে চান। ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ যোগাড় করতে কিছুটা সময় লাগবে। তাই তারা কিছুটা সময় চাইছেন।
সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ কীভাবে কার্যকর করা হবে, তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটি খতিয়ে দেখছে কত পরিমাণ অর্থ দিতে হবে। কারণ, কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কত পরিমাণ অর্থ দিতে হবে, তা ‘কোয়ান্টিফাই’ করে দেয়নি। সেই অর্থের পরিমাণ সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করে দেওয়ার জন্যও আদালতের কাছে অভিষেক মনু সিংভি আবেদন জানান। আইনজীবী রাকেশ দ্বিবেদি রাজ্য সরকারের তরফে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও দু’মাস সময় চান।
সন্দেহজনক! ডিএ-শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের(DA Case)
রাজ্যের আইনজীবী আগামী সোমবার মামলার এই মামলার শুনানির আবেদন করেন। মামলার অন্যান্য পক্ষও শুনানির জন্য সময় চায়। মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দীও আগামী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন। আর এতেই বিরক্ত হন বিচারপতিরা। কেন মামলার সব পক্ষ শুনানির জন্য প্রস্তুত নয়? সেই প্রশ্ন তোলেন বিচারপতিরা। তখনই বিচারপতি কারোল সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আজকের এই শুনানির দিনটা খুবই সন্দেহজনক। এখনই আমরা পুরো মামলার শুনানি করব। এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে।’ মামলার সমস্ত পক্ষ এতে আপত্তি জানালেও তাতে কর্নপাত করেননি বিচারপতিরা।
আরও পড়ুন: Fact Check: তবে কি আবার নোট বাতিলের সম্ভাবনা? সেপ্টেম্বর থেকে এটিএমে বন্ধ ৫০০ টাকার নোট?
মঙ্গলেই মামলার পরবর্তী শুনানি
মামলার শুনানির জন্য কোন পক্ষ কতটা সময় চান, তা জানতে চান বিচারপতিরা। আজ তথা সোমবার দুপুর বারোটার দিকে শুনানির ইচ্ছা প্রকাশ করলেও পরে বিচারপতিরা জানিয়ে দেন, কোনও পক্ষকে আর কোনও সময় দেওয়া হবে না। আগামীকাল তথা মঙ্গলবারই এই মামলার শুনানি হবে। মামলার সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছে আদালত।