ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন মাসের প্রথম দিন ১ অগাস্ট, (Daily Horoscope) শুক্রবার। সময়ের পালাবদলে রাশিচক্রেও আসে নতুন প্রভাব। কেমন যাবে এই দিনটি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যা রাশির জাতকদের জন্য? চলুন দেখে নেওয়া যাক কোন রাশির জন্য অপেক্ষা করছে সাফল্য, আর কারা থাকবেন একটু সতর্কতায়।
মেষ রাশি (Daily Horoscope)
আজকের দিনটি আপনার জন্য বিশেষ শুভ (Daily Horoscope) হতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন, ফলে যে কোনও আটকে থাকা কাজ দ্রুত শেষ করে ফেলতে পারবেন। ব্যবসায়ীরা পেতে পারেন নতুন কোনও বড় অর্ডার। পারিবারিক এবং দাম্পত্য জীবনে থাকবে শান্তি ও স্থিতি। শারীরিক দিক থেকেও থাকবেন ভাল, তবে হজমের সমস্যা এড়াতে হালকা খাবার খাওয়ার পরামর্শ রইল।
বৃষ রাশি (Daily Horoscope)
দিনটি মিশ্র হতে পারে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নচেৎ আর্থিক (Daily Horoscope) ভারসাম্য নষ্ট হতে পারে। সঙ্গীর সঙ্গে মতভেদ তৈরি হলেও দিনের শেষে তা মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে কষ্টের ফলস্বরূপ সাফল্য আসবে। কাজের প্রশংসাও পেতে পারেন। আজই যোগাসন শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন।
মিথুন রাশি
আজ কিছুটা চাপে কাটতে পারে দিনটি। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খুব সতর্ক হয়ে চলতে হবে। প্রেমের সম্পর্কেও দেখা দিতে পারে টানাপোড়েন। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত আজ ভেবে চিন্তেই নিন। পড়ুয়াদের জন্য প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমাতে ধ্যান করতে পারেন।

কর্কট রাশি
আজকের দিনে ভাগ্য আপনার পক্ষে থাকবে না, তবে চেষ্টা করলে পরিস্থিতি পাল্টানো সম্ভব। সন্তানের বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সম্পর্কের টানাপোড়েন আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের প্রবীণ কেউ অসুস্থ হতে পারেন। শান্ত থাকা এবং ধৈর্য ধরে চলাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সিংহ রাশি
সিংহ রাশির জন্য শুক্রবারের দিনটি খুবই শুভ। নতুন কোনও উদ্যোগ বা কাজ শুরু করলে মিলবে সাফল্য। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সহযোগিতা ও ভালোবাসা পাবেন। পারিবারিক ভারসাম্য বজায় থাকবে। পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগের হাতছানি রয়েছে। কর্মক্ষেত্রেও নতুন দায়িত্ব আসতে পারে।
কন্যা রাশি
আজ কাজের চাপ বেশি থাকবে। তার ফলে মানসিকভাবে একটু ক্লান্ত বা বিভ্রান্ত লাগতে পারে। তবে পরিবারের ও সঙ্গীর সহযোগিতা আপনাকে সাহস জোগাবে। সন্তানের থেকে ভালো কোনও খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। খরচে নিয়ন্ত্রণ না রাখলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন।
দ্রষ্টব্য: এই রাশিফল সামগ্রিক জ্যোতিষীয় পূর্বাভাস। ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।