ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ২৭ জুলাই, (Daily Horoscope) রবিবার। সপ্তাহের শেষ দিনে কার ভাগ্যে রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, কার প্রেমে আসবে নতুন গতি, আর কার কর্মক্ষেত্রে মিলবে সাফল্য, রইল তুলা থেকে মীন রাশির বিস্তারিত ভবিষ্যৎফল।
তুলা রাশি (Daily Horoscope)
রবিবার তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ (Daily Horoscope) বার্তা আছে। কাজের জায়গায় প্রশংসা পাবেন, এমনকি পদোন্নতির কথাও শোনা যেতে পারে। আগে দেওয়া কোনও ধার নেওয়া টাকা ফিরে আসতে পারে। তবে বিলাসবহুল জিনিসপত্রে খরচ বাড়বে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ায় স্বস্তি মিলবে। পরিবারের মধ্যে স্নেহ ও একতা বজায় থাকবে।
বৃশ্চিক রাশি (Daily Horoscope)
এ দিন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তাদের পুরনো (Daily Horoscope) পরিশ্রমের ফল হাতে পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও, পারিবারিক খরচ কিছুটা বেড়ে যেতে পারে। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে এবং পরিবারকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব করবেন।
ধনু রাশি (Daily Horoscope)
ধনু রাশির জন্য রবিবার একাধিক দিক থেকে আশার আলো নিয়ে আসবে। চাকরি পরিবর্তন বা উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ে নতুন চিন্তাভাবনা সফল হতে পারে। আটকে থাকা টাকা ফিরতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি ইতিবাচক দিন হবে। পরিবারের পরিবেশ থাকবে উৎসবমুখর।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র হতে পারে। কিছু বাধা এলেও চেষ্টার ফল মিলবে। সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক ভালো থাকবে। শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পর্কেও ভারসাম্য বজায় রাখার প্রয়োজন রয়েছে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন, যা সামলাতে হবে মন দিয়ে। সৃজনশীল পেশাজীবীরা বা যারা শিল্পসংক্রান্ত ব্যবসায় যুক্ত, তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পড়াশোনায় ইতিবাচক ফল মিলবে। প্রেমজ জীবনে সুখকর মুহূর্ত আসতে পারে।
আরও পড়ুন: Weather Forecast: দুই দিন টানা বৃষ্টির পর রবিবার সকালে রোদের দেখা, তবে আশঙ্কা কাটেনি একেবারে!
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি অনেকটা সম্ভাবনাময়। কর্মজীবনে সাফল্য মিলবে। যাঁরা নতুন ব্যবসা শুরু করেছেন, তাঁদের লাভের ইঙ্গিত মিলছে। নতুন কোনও আয়ের পথও খুলে যেতে পারে। পড়ুয়াদের উচিত পরিশ্রম জারি রাখা। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে, যার ফলে মানসিক আনন্দ পাবেন। পারিবারিক কোনও বিবাদও মিটে যাওয়ার সম্ভাবনা আছে।
দ্রষ্টব্য: এটি সাধারণ রাশিফল, ব্যক্তিগত জীবনের বিশদ বিশ্লেষণের জন্য জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।