Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণেশ্বরের বুকে ঘটে গেল হাড়হিম (Dakshineswar Metro) করা ঘটনা। প্রকাশ্য দিবালোকেই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ভিড়ে ঠেসাঠেসি মেট্রো স্টেশনে একেবারে খুনোখুনি কাণ্ড। সবার চোখের সামনেই ঘটে গেল এই ঘটনা। প্রাণ গেল সতেরো বছরের এক নাবালকের।
ঠিক কী হয়েছিল? (Dakshineswar Metro)
প্রথমে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই দল কিশোরের (Dakshineswar Metro) মধ্যে চালু হয় বচসা। তারপর সেই বচসা চরম পর্যায়ে পৌঁছালে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। শেষমেশ ধারালো অস্ত্র দিয়ে একজন ছাত্রকে পরপর চুরির কোপ মারা হয়। চুরির আঘাতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনাটি ঘটে দুপুর বেলায়।
আরও পড়ুন: Abhishek Banerjee: এসআইআর প্রক্রিয়া শুরুর ইঙ্গিত, দলকে সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রত্যক্ষদর্শীদের দাবি
সেইসময় মেট্রো স্টেশনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে দাবি করেন, হঠাৎই ঝগড়া থেকে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়। একজন ছুরি বের করে অন্যজনকে কোপাতে থাকেন। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে যান অনেকেই।

মেট্রোর দুর্ভোগ আর খারাপ সময়
মেট্রো যাত্রীদের মধ্যে সাম্প্রতিককালের মেট্রো পরিষেবা নিয়ে ক্ষোভ তো ছিলই, এবার এই ঘটনার ফলে আরও আতঙ্কিত হয়ে পড়েছেন নিত্যযাত্রীরা। কিন্তু এর মাঝেও প্রশ্ন উঠছে দক্ষিণেশ্বরের মত জনবহুল মেট্রো স্টেশনে বচসার সময় নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? সিসিটিভি ফুটেজে কি আদৌ ধরা পড়েছে ঘটনার কোনও চিত্র? কিভাবেই বা ভারী ছুরি নিয়ে মেট্রোয় উঠেছিলেন ওই ঘাতক। এর আগের মাসে এসপ্ল্যানেড-পার্কস্ট্রিট সুড়ঙ্গে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। তার আগেও ৩০ জুন ২০২৫ সালে মেট্রোয় সুইসাইডের ঘটনাও ঘটে। অনেকেই মনে করছেন কিছুতেই যেন মেট্রোর দুর্ভোগ আর খারাপ সময় কাটতেই চাইছে না।