ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি মুক্তি পেয়েছে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ (Metro In Dino)। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দর্শনা বণিক (Darshana Banik)। ছবিটি দর্শকের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। ছবিটিতে অভিনয় করতে দেখা গিয়েছে অনুপম খের (Anupam Kher), নীনা গুপ্তকে (Neena Gupta), সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে দর্শনা বণিককে। ‘মেট্রো ইন দিনো’তে দর্শনা বণিক কতটা সাফল্য অর্জন করতে পারলেন? তাঁর অভিজ্ঞতা কেমন হল? এই ছবিতে অভিনয় করে দর্শনার কী কী প্রাপ্তি? এমনই নানা প্রশ্নের উত্তর দিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
সাফল্যের মুখ (Darshana Banik)
ইতিমধ্যে ‘মেট্রো ইন দিনো’ ( Metro In Dino) মুক্তির পর ছবিটি সাফল্যের মুখ দেখেছে। দর্শকের কাছে খুবই জনপ্রিয় হয়েছে ছবিটি। ছবির সাফল্যে, দর্শনাকে কী একটা নতুন পাখা দিল ? অভিনেত্রী উত্তরে বলেন, “না তেমনটা নয়, সবচেয়ে ভালো লাগছে মানুষ আবার হলমুখী হয়েছে। মানুষ হলে ছবি দেখছে। সেই ছবি নিয়ে কথা হচ্ছে , তাদের চরিত্র নিয়ে কথা হচ্ছে। এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার।” দর্শকের হলে এসে ছবি দেখা, তাদের চরিত্র অভিনয় নিয়ে আলোচনা করা এটা বেশ অন্যরকম অনুভূতি এনে দিয়েছে অভিনেত্রী দর্শনা বণিকের (Darshana Banik) কাছে। আসলে আজকের দিনে সময়ের অভাবেই অনেকেই হলে গিয়ে ছবি দেখতে পারেন না। সেখানে এই ছবিতে হলমুখী হয়েছে বহু মানুষ। সবচেয়ে বড় কথা, ছবিতে চরিত্রগুলি ও তাদের অভিনয় খুবই ভালো লেগেছে দর্শকের কাছে।
নতুন কিছু শেখা (Darshana Banik)
‘মেট্রো ইন দিনো’ ছবিতে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। ‘মেট্রো ইন দিনো’ তে দর্শনা কী শিখলেন? অভিনেত্রী জানান, অনেক কিছু শিখেছেন তিনি। অনুরাগ বসুর একটা নিজস্ব স্টাইল আছে , একটা নিজস্ব ধারা থাকে অভিনয়ে । অন্যদিকে অনুপম খের, নীনা গুপ্ত খুব ঠান্ডা মানসিকতার মানুষ। অভিনেত্রী কে সবসময় বলতেন টেনশন না নিতে। আসলে এত বড় মাপের অভিনেতা অভিনেত্রীরা, সেখানে তাঁদের সাথে অভিনয় করতে একটু তো টেনশন কাজ করবে।
আরও পড়ুন: Akshay Kumar: বলিউডের অন্দরে মসিহা অক্ষয়, স্টান্টম্যানদের জন্য বড় পদক্ষেপ!
ফ্যাশন শেখা
নীনা গুপ্তের (Neena Gupta) ফ্যাশন সেন্স সবার থেকে আলাদা। তাঁকে সবাই ফ্যাশন আইকন বলেই চেনেন। দর্শনা নীনা গুপ্তের সাথে অভিনয়ের সুযোগ পেয়েছেন। দর্শনা কী ফ্যাশান আইকন হিসেবে তাঁকে ফলো করেন? উত্তর অভিনেত্রী জানান, নীনা গুপ্তর ফ্যাশন সেন্স দারুন। উনি নিজেকে যেভাবে মেনটেইন করেন, যেমন পোশাক পরেন, খুবই ভালো লাগে তাঁর। তিনিও চেষ্টা করেন ওনাকে ফলো করার। ফ্যাশন নিয়ে কী কিছু গাইড করলেন দর্শনাকে? অভিনেত্রী বলেন, “না, পোশাক নিয়ে কোনও কথা হয়নি, আমাদের মধ্যে । তবে ছবি নিয়ে, ছবির চরিত্র নিয়ে কথা হত।”
আরও পড়ুন: Vijay Deverakonda: ছবি প্রচারের মাঝেই মারাত্মক অসুস্থ বিজয়! ভর্তি হাসপাতালে
সেলিব্রেট করা
অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik) আরও জানান, ছবিতে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), কঙ্কনা সেনকেও (Konkona Sen Sharma) তাঁর খুবই ভালো লাগে। কঙ্গনা সেনও একজন বাঙালি, আর এই সুবাদে তিনি অভিনেত্রী দর্শনাকে জড়িয়ে ধরেছিলেন বলে জানান দর্শনা। এমনকি তিনি এও জানান, তাঁদের এক গ্রুপ ফটোতে দর্শনা এক পাশে দাঁড়িয়ে ছিলেন বলে, কঙ্গনা তাঁকে মাঝে দাঁড় করিয়ে দিয়েছিলেন। দর্শনা বণিকের স্বামী সৌরভ দাস। ইতিমধ্যেই কি সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে? আসলে সৌরভ ও দর্শনার অভিনীত ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে। একদিকে সৌরভ দাসের ‘মৃগয়া’ অন্যদিকে দর্শনার ‘মেট্রো ইন দিনো’। তবে অভিনেত্রীর কথায়, তিনি সেলিব্রেশনে খুব একটা গা ভাসিয়ে দেন না। কিন্তু সৌরভ খুবই পছন্দ করেন ছোট ছোট মুহূর্ত গুলিকে সেলিব্রেশন করতে।