ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ওমর’, গত ঈদে বাংলাদেশে রীতিমত সাড়া জাগিয়েছিল এই সিনেমাটি। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল নাসির উদ্দিন খান আর শরিফুলের রাজকে (Darshana Banik in Omar)। মোস্তাফা কামাল রাজের পরিচালনায় এই ছবিতে গুরুত্বপূর্ণ রোলে দেখা গিয়েছিল টলিউডের অভিনেত্রী দর্শনা বণিককে (Darshana Banik)।
ওপার বাংলায় বেড়েছে কাজ (Darshana Banik in Omar)
ইদানিং বহু টলিউডের (Tollywood) অভিনেত্রীকে জুটি বাঁধতে দেখা গিয়েছে ওপার বাংলার শিল্পীদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন দর্শনাও (Darshana Banik in Omar)। ওমর (Omar) এমন একটি সিনেমা, যেটি বাংলাদেশের (Bangladesh) সিনেমার ছক ভেঙে করা রহস্যময় থ্রিলার গল্প। দুই বাংলাতেই রীতিমত সাড়া ফেলে দিয়েছিল, রাজের সঙ্গে দর্শনার একটি আইটেম ডান্স। হইচই ফেলে দেয় ‘ভাইরাল বেবি’ গানটি।
টানটান সিনেমা (Darshana Banik in Omar)
সিনেমাটিই দেখলে মনে হবে, যেন খুবই পরিচিত, কিন্তু পরিচিতের ভিড়ে রয়েছে একটা অনন্য বোধ। টানটান উত্তেজনাপূর্ণ আর সিনেমার দুর্দান্ত গল্প, সঙ্গে হাস্যরস (Darshana Banik in Omar)। মনে রাখার মতো। এই ছবিতে অভিনয়ে অভিজ্ঞতা কেমন ছিল দর্শনা বণিকের? তাঁর কাছে জানতে চাইলে, তিনি বলেন শুটিংয়ের সময় অভিজ্ঞতা ছিল দারুণ। শুটিংয়ের সময় সেটে ক্যামেরা ব্যবহারের অনুমতি ছিল না। এমনকি কোনও লুক রিভিল করা হয়নি। যেহেতু এটি একটি থ্রিলার মুভি, তাই পুরোটাই সাসপেন্সে রাখা হয়েছিল।
আরও পড়ুন: Koushani Mukherjee: টলিউডে নতুন রূপে কৌশানি, ম্যাজিক ঘটল বহুরূপীর সাফল্যে!
রেসপন্স ভালো
ওমর রিলিজের পর বেশ ভালোই রেসপন্স পাওয়া গিয়েছে। ওমরের শুটিং শেষে কলকাতায় ফিরে পুনরায় যখন আরেকটি নাটকের শুটিং অর্থাৎ ‘ইতিবৃত্ত’ শুটিংয়ের জন্য বাংলাদেশে নায়িকা যান। দেখেন, চারিদিকে ওমরের পোস্টার। বিষয়টা বেশ ভালো লাগছিল। রাজের সঙ্গে অভিনেত্রীর কাজের অভিজ্ঞতাও ছিল বেশ ভালো। রাজ ভীষণ প্রফেশনাল এবং ডেডিকেটেড। জানলে আরও আশ্চর্য হবেন, ‘ভাইরাল বেবি’তে রাজ প্রথম নেচেছেন অর্থাৎ এটাই রাজের প্রথম ডান্স সং। তবে রাজ অত্যন্ত ভালো একজন মানুষ। আচরণ একেবারেই বন্ধুত্বপূর্ণ। কিন্তু কাজ নিয়ে খুব সিরিয়াস।
আরও পড়ুন: Sonakshi Sinha: সোনাক্ষীর মায়ের ইকবালকে একদমই পছন্দ নয়, জামাই সম্পর্কে বেফাঁস মন্তব্য!
পুরো শুটিং বাংলাদেশে
পুরো শুটিংটাই হয়েছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর, রাজনৈতিক তরজা তুঙ্গে। অশান্তির বাতাবরণে যেন জ্বলে পুড়ে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে শুটিংয়ের কোনও অসুবিধা হয়নি? এ প্রশ্নে অভিনেত্রী উত্তর দেন, আসলে বহুদিন আগেই ওমরের শুটিং হয়ে গিয়েছিল। তখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তাই কাজ করতে কিংবা শুটিংয়ের সময় কোনও অসুবিধা হয়নি।
স্বামীর থেকে পাওয়া টিপস
ওপার বাংলায়, কাজের ক্ষেত্রে কি স্বামী সৌরভ দাসের কাছ থেকে কোনও টিপস পেয়েছিলেন দর্শনা? অভিনেত্রী জানান, এমনটা একেবারেই নয়। আলাদা করে সৌরভ কোনও টিপস দেননি। তবে প্রয়োজনে সৌরভ তাঁকে গাইড করেন।