ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এ দীর্ঘদিন ধরে ভারতীয় রাজ্যগুলি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে নিজেদের আলাদা প্যাভিলিয়ন তৈরি করত। দাভোসের (Davos 2025) প্রমেনাডে প্রতিটি রাজ্যের প্যাভিলিয়ন, বৃহৎ আকার এবং আকর্ষণীয় নকশা তাদের বিনিয়োগকারীদের নজর কাড়ার মাধ্যম ছিল।
কিন্তু এই বছর বড় পরিবর্তন দেখা যাচ্ছে।
একটি প্যাভিলিয়নে ছয়টি রাজ্যের উপস্থিতি (Davos 2025)
এই বছর, দাভোসে (Davos 2025) ছয়টি ভারতীয় রাজ্য একসঙ্গে একটি প্যাভিলিয়নে অংশ নেবে। সূত্র অনুযায়ী, এই পদক্ষেপ ভারতের ঐক্যের প্রতীক এবং একটি “এক দেশ, এক প্যাভিলিয়ন” ধারণাকে সামনে নিয়ে আসার জন্য গৃহীত হয়েছে।
একজন প্রতিনিধি জানিয়েছেন, “এর উদ্দেশ্য হল ভারতকে একটি অভিন্ন রাজ্যসমূহের সংযুক্ত ইউনিয়ন হিসেবে তুলে ধরা। বিনিয়োগ রাজ্য ‘এ’ বা রাজ্য ‘বি’-তে আসুক, সেটা শেষমেশ ভারতে আসছে। বিজেপি শাসিত, মিত্র রাজ্য বা বিরোধী দলের শাসিত রাজ্য হোক, সবাই এই উদ্যোগে একমত।”
আরও পড়ুন: New H-1B Visa Rules: এইচ-১বি ভিসা প্রোগ্রামে বড় পরিবর্তন! উপকৃত হবেন ভারতীয় কর্মীরা
তবে একটি সূত্র জানিয়েছে, এই উদ্যোগ দাভোস সিটি কাউন্সিলের নির্দেশে নেওয়া হয়েছে। কাউন্সিল জানিয়েছে, একটি দেশের সব রাজ্য একসঙ্গে একটি জায়গায় থাকবে।
কর্ণাটকের আপত্তি এবং অন্যান্য রাজ্যের পরিকল্পনা (Davos 2025)
কিছু রাজ্যের পক্ষ থেকে এই নিয়মে আপত্তি উঠেছিল, বিশেষত কংগ্রেস শাসিত কর্ণাটক। তারা এবার দাভোসে (Davos 2025) কোনও প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের প্রতিনিধিত্বকারী দল একটি বড় দল নিয়ে এসেছে এবং তারা অতিরিক্ত স্থান ভাড়া নিয়েছে বেলভেডিয়ার হোটেলে।
দুইটি প্যাভিলিয়নে ভারতীয় প্রতিনিধিত্ব
দাভোসে ভারত দুটি প্যাভিলিয়ন স্থাপন করছে। একটি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের জন্য এবং অন্যটিতে ছয়টি রাজ্য (উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কেরল) তাদের প্রতিনিধিত্ব করবে।
রাজ্যগুলির বিনিয়োগ আকর্ষণের লড়াই
সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যগুলির মধ্যে বিনিয়োগ আকর্ষণের প্রতিযোগিতা বেড়েছে। গ্লোবাল ইনভেস্টর্স মিট থেকে শুরু করে দাভোসে তাদের প্রতিনিধিত্ব পর্যন্ত, প্রতিটি রাজ্য নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য বড় মাপের প্যাভিলিয়ন স্থাপন করত।
আরও পড়ুন: Brazil on Meta Policy Change: মেটার হেট স্পিচ নীতির পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ব্রাজিল সরকার
এই বছর দাভোসে অন্তত তিনজন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তাঁরা হলেন মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীস, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং তেলঙ্গানার রেভন্ত রেড্ডি। তাদের সঙ্গে আরও ১০০ জনেরও বেশি সিইও এবং নেতারা ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।
ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ জানুয়ারি দাভোসে একটি ভার্চুয়াল বক্তব্য দেবেন। এই বছর দাভোসে ৬০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকারের প্রধানরা অংশগ্রহণ করবেন। তাদের সঙ্গে সারা বিশ্ব থেকে শত শত ব্যবসায়িক নেতা উপস্থিত থাকবেন।