ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেরুটে একজন মার্চেন্ট নেভি অফিসার খুন হওয়ার কয়েক (Dead body in Scooter) দিন পর, রাজস্থানের জয়পুরে একটি একই ধরণের ঘটনা সামনে এসেছে। এখানে একজন মহিলা তার প্রেমিকের সহায়তায় তার স্বামীকে হত্যার অভিযোগে অভিযুক্ত।
কী ঘটেছিল? (Dead body in Scooter)
৪২ বছর বয়সী গোপালী দেবী এবং তার প্রেমিক দীনদয়াল কুশওয়াহা ধন্না লাল সাইনিকে (Dead body in Scooter) হত্যার পর তার দেহটি একটি বাইকে করে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযুক্তরা প্রমাণ নষ্ট করতে দেহটি পুড়িয়ে দেয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পরকীয়াতেই বিপত্তি (Dead body in Scooter)
সাইনি একজন সবজি বিক্রেতা (Dead body in Scooter) ছিলেন। গোপালী দেবী গত পাঁচ বছর ধরে দীনদয়াল কুশওয়াহার সাথে সম্পর্কে জড়িত ছিলেন বলে জানা গেছে। সাইনি তার স্ত্রীর সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। ১৫ মার্চ, গোপালীর স্বামী সত্যিটা জানতে কুশওয়াহার দোকানে যান।
দোকানেই ঘটে ঘটনা
কিন্তু সেখানে গোপালীকে কুশওয়াহার সাথে দেখে তিনি হতবাক হন। রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তরা সাইনিকে দোকানের উপরের তলায় নিয়ে যায় এবং লোহার রড দিয়ে আঘাত করে। সাইনি অজ্ঞান হওয়ার পর তারা তাকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
প্রমাণ নষ্টের চেষ্টা
প্রমাণ নষ্ট করতে গোপালী এবং তার প্রেমিক সাইনির দেহটি একটি বড় প্লাস্টিকের ব্যাগে ভরে বাইকে করে রিং রোডের ভৈরুজি মন্দিরের কাছে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তারা দেহটি পুড়িয়ে দেয়। সিসিটিভি ফুটেজে কুশওয়াহা এবং গোপালীকে সাইনির দেহ বাইকে করে নিয়ে যেতে দেখা যায়। ১৬ মার্চ, পুলিশ জঙ্গলে সাইনির অর্ধ-পোড়া দেহ উদ্ধার করে। পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে গোপালী তার অপরাধ স্বীকার করে।
আরও পড়ুন: Spitting On Roti: রাস্তার ধারে থুতু দিয়ে বানাচ্ছে রুটি, নিমেষে ভাইরাল ভিডিও!
একই ঘটনা ঘটেছে আগেও
এই ঘটনাটি প্রকাশ্যে আসে মেরুটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের কয়েক দিন পর। সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লা তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত। সৌরভ ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন। তাকে ৪ মার্চ হত্যা করা হয়। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।